![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আইন নিজের হাতে তুলে নিবেন না" ডায়ালগটা আমি শুনেছিলাম সিনেমাতে। যাই হো। কোন এক মন্ত্রী বলেছিল, বাংলাদেশের মামলার জটলা খুলতে নাকি ৫০ বছরের বেশি সময় লাগবে। হারে হারে টের পেলাম বিষয়টা, আমার নানাকে দেখে।
জমির যে মালিক, সে নাকি পুরা জায়গাটা মসজিদকে দান করেছে। অথচ কিছু অংশ আমার নানুকে বিক্রি করছে সেই মালিকটা। কাগজও আছে। কিন্তু মসজিদ কমিটির দাবি, আমার নানার জমিটাও। মসজিদ মামলা হেরে যাবে বলে মসজিদ কমিটি সময় নষ্ট করে। ২৫ বছর ধরে চলছে মামলা। জানি না আল্লাহ নানুকে কত বছর বেচে রাখবেন। মসজিদ কমিটির একজন বলেছে, আমার নানার ছেলে না, তাই জমি দিয়ে কি করবে। অথচ এই জমির ভাড়া হচ্ছে একমাত্র জীবিকার মাধ্যম। এখন নতুন বুদ্ধি ধরছে, আমার নানার মারা যাওয়া জন্য অপেক্ষা করছে। আর কত। আর কত। এভাবে চলতে থাকলে, নিজের হাতেই আইন নিতেই হবে। আইনের প্রতি শ্রদ্ধা, আইনই নষ্ট করে দিল।
২| ১৪ ই জুন, ২০১৫ রাত ১০:৩৮
মিজান উল আলম বলেছেন: বাস্তবতা যা নিয়ন্ত্রণ করা সম্ভব না। ২/৩ বার জন্ম নিলেও মামলা শেষ করা যাবে কিনা।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৫ রাত ৮:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক মসজিদেরই একই কাহিনী!
তারা আল্লাহর কাজ করতে গিয়ে অন্যায় করে কিভাবে? তাতে কি আল্লাহ মোটেও খুশি হবেন?
কি অদ্ভুত!!!!!!!!!!!