![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙালীদের রীতিনীতি অভাব ছিল না।
যেমন ধরুন প্রতিবেশিদের মাঝে খাবার দেয়া নেয়া,বড়দের সামনে সিগারেট না খাওয়া, ছোটদের আদর করা।
এখন আমরা মাথাপিছু আয় ১৩১৪ ডলার অর্জন করেছি। কিন্তু আমাদের মূল্যবোধের ব্যাপক পরিবর্তন আসছে। নিয়মিত কর্তব্য পালন করে টিপস আশা করে। স্বামী অসুস্থ থাকলে স্ত্রীর মন আর কাঁদে না। স্ত্রীকে জানোয়ারের মত পিটাই। রাস্তায় কারো সাহায্য চাইলে, না জেনেই মুখ বেকা করে উল্টাপাল্টা উত্তর দেই। সবাই রাজা বা রানী হয়ে গেছি। ভাল ব্যবহার করলে তাকে দুর্বল ভাবা হয়। একজনে বিপদে এগিয়ে আসা তো বাদ দিলাম। মেয়েরা বলে, বিবাহ ব্যাতিত শারীরিক সর্ম্পক করা নাকি সাধারণ বিষয়। গণধর্ষণ তো প্রতিদিনের সংবাদ। গালফ্রেড বানাতে ব্যাপক অর্থ খরচ করতেই হবে। বিয়ে করতে গেলে আগে সিভি জমা দিতে হয়। সিভি ভাল হলেই, তবেই ছেলের ব্যবহার দেখা হবে। যৌতুক নিয়ে নিজ নিজ ধর্ম অনুসরণ করে বিবাহ করি। আইনে শাসন প্রতিষ্ঠা নামে ২৫বছর ধরে মামলা চলে। বাজারে সিন্ডিকেট করে দাম বাড়ানো তো চোখের সামনেই হচ্ছে। হঠাত করে, ৫০ বছর পর জমির আসল মালিক তৈরি হচ্ছে। টাকা ছাড়া নাকি চাকরি পাওয়াও যায় না। দেশ তো তিন ভাগ হইছে-বিএনপি,আওয়ামীলীগ আর জামায়াতে ইসলামী। স্কুলে যাও আর নাই যাও, স্কুলের স্যারদের কাছে না করলে পরীক্ষায় ভাল নম্বর হয় না। আমিই ঠিক বাকি সবাই ভুল এই তত্ত্ব প্রতিষ্ঠা পেয়েছে।
জানি না আপনারা কি দেখেন।
এভাবে চলতে থাকলে ফলাফলের জটিলতা বলা কঠিন।
©somewhere in net ltd.