নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় আমি মানুষ

জু েয়ল

জু েয়ল › বিস্তারিত পোস্টঃ

ঘটনা কিন্তু বিচ্ছিন্ন

০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১:২৬

একটি বিচ্ছিন্ন ঘটনার গল্প:
বিদ্যুৎ এর লোডশেডিং ও প্রচন্ড গরমে নেতা ও কর্তাদের মাথা আউলাইয়া গেছে! মূল প্রসঙ্গে আসার আগে একটা পুরনো গল্পের কথা মনে পড়ে গেল.....

আগেকার দিনে দূর-দূরান্ত থেকে অনেক মানুষই কলকাতায় চাকরি করতে এসে মেসে থাকতেন। কেউ সপ্তাহে, কেউবা মাসে একবার বাড়ি যেতেন। এক ভদ্রলোক এক-মাস বাড়ি যাননি, একদিন সকালে তার গ্রামের বাড়ির চাকর এসে হাজির।

ভদ্রলোক :- কিরে তুই হঠাৎ, ওদিকের সব খবর ভালো তো?

চাকর:- হ্যাঁ বাবু, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব ভালো।

বাবু :- বিচ্ছিন্ন ঘটনা, কি হয়েছে ?

চাকর :- তেমন কিছু নয়, শুধু ওই কোদালটা ভোঁতা হয়ে গেছে।

বাবু :- তা কোদালটা ভোঁতা হল কি করে?

চাকর :- কোদালের আর দোষ কি বলেন, গ্রামের বাইরে ওই পাথুরে মাটি কোপানো কি কোদালের কাজ?

বাবু :- তুই খামোখা পাথুরে মাটি কোপাতে গেলি কেন ?

চাকর:- খামোখা কেন হবে? আপনিতো বলেছিলেন লালি, আপনার পেয়ারের ঘোড়াটা মরলে যেন ওকে ভাগাড়ে না ফেলে কবর দেওয়া হয়।

বাবু :- কি বললি? লালি মারা গেছে ? তিন বছরের ঘোড়া মরল কি করে?

চাকর :- তিন বছরের তো কি হলো? আপনার অত বড় ফলন্ত আমগাছটা কাটছিলাম, আর ঘোড়াটা সেই সময় গাছের নিচে এসে দাঁড়ালো, আর গাছটা পড়বি তো পড় ঘোড়াটার উপরেই পড়লো, আর বাঁচে?

বাবু :- হারামজাদা, তুই আমগাছ কাটছিলি কেন ?

চাকর :- কি করব, মা-ঠাকরুন তো আপনার সামনেই কতবার বলেছিলেন, তেনার শেষ যাত্রায় যেন ওই গাছটাই দেওয়া হয়।

বাবু :- অ্যাঁ ! আমার মা আর নেই! ও-মাগো, বেশ তো সুস্থ দেখে এলাম, কি হয়েছিল মার ?

চাকর :- শোক, বাবু শোক! নাতির শোকটা সামলাতে পারলেন না।

বাবু :- তার মানে ? আমার ছেলে, আমার ছেলে-টাও আর নেই। অ্যাঁ ! সে গেল কি করে ? হায়, হায়, হায়। তুই তাকেও খেয়েছিস ?

চাকর :- অনেয্য কথা বলবেন না বাবু, মা মরা দুধের শিশু কদিন বাঁচে বলুন ?

বাবু:-কি বলছিস, আমার স্ত্রীও মারা গেছে?

চাকর:-জ্বি-বাবু, কলেরায় ধরলে কী আর ছাড়ে? তবে যাই বলুন কত্তা। এই কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খবর কিন্তু সবই ভালো।
.................................................

★ রোজার ঈদের আগে মুরগীর খাবারের মূল্যবৃদ্ধির অজুহাতে হঠাৎ করে ব্রয়লার মুরগির কেজি ২৫০ টাকা হয়ে গেলো, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
★★ রোজার অজুহাতে চিনি, ডাল, সয়াবিন তেলের দাম দফায় দফায় বৃদ্ধি পেলো! ঈদে বৃদ্ধি পেলো সকল মশলার দাম।
★★★ঈদের পরে ফার্মের লাল মুরগির ডিমের দাম বেড়ে ১ ডজনের দাম হলো ১৬০-১৭০ টাকা।
★★★★ এরপর কাঁচামরিচ এর ডাবল সেঞ্চুরি দিয়ে শুরু, কাঁচা পেপে ৮০ টাকা কেজি, এবং সব ধরণের সবজির কেজি ৭০-৮০ টাকায় শেষ!
★★★★★ কারণ ছাড়াই পেয়াজের কেজি বেড়ে ৯০ টাকায় থামলো, এটাও বিচ্ছিন্ন ঘটনা বলে মেনে নিয়েছি।
★★★★★★ প্রচন্ড গরমে বিদ্যুৎ এর অব্যাহত লোডশেডিংয়ে মানুষের জীবনযাত্রা দূর্বিসহ হয়ে পড়ল! আমাদের ধৈর্যশক্তি ভাল, মেনে নেয়ার আপ্রাণ চেষ্টা করছি।
★★★★★★★ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পথে, কয়লা আমদানির বকেয়া ৩ হাজার ১৬৫ কোটি টাকা। বিল পরিশোধ করলেও চালু হতে সময় লাগবে ২৫ দিন।

এই কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খবর কিন্তু সবই ভালো।

সাথে কিছু কবিতা দেয়া হল।

সংগৃহীত

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১:৪০

আমি সাজিদ বলেছেন: ব্লগে পোস্ট এসেছে দেশের নেগেটিভ কিছু হলে তার দায় দ্বায়িত্ব সাধারণ মানুষের। যারা এমন দায় চাপিয়ে দিচ্ছেন প্যাটার্ন হল - " আপনি ও আপনার চারপাশ কতোটা সৎ " এই কোয়েশ্চেন করে একটা চিন্তার উপকরণ তুলে ধরে গোটা প্রাসঙ্গিকতাকে অন্য দিকে সরিয়ে দেওয়া। এতে হয় কি? আমরা সাধারণ মানুষ নিজেদের জাজ করতে ব্যস্ত হয়ে পড়ি আর উপরে হাজার কোটি লোপাট হয়।

০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:৪১

জু েয়ল বলেছেন: ভাই আমাদের প্রয়োজনের তুলনায় উতপাদন ক্ষমতা অনেক বেশি যেটা দরকার ছিলনা। উন্নয়নটা যদি টেকসই না হয়, কিছুদিন পরেই ভেঙ্গে পরে তাহলে অর্থের অপচয় করে সেই উন্নয়নের দরকারটা কি?

২| ০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ২:১০

হাসান কালবৈশাখী বলেছেন:

গত দশ বছর ধরে এরা কয়লা বিরোধী রামপাল-পায়রা বিদ্যুতকেদ্র তৈরির বিরোধিতা করে গেছে।
এখন বলে কয়লা কোথায়? রামপাল-পায়রা বন্ধ হলে তো এরা আরো খুশি হওয়ার কথা।
গত ৭ বছর বছর টানা নিরোবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়ে কাউকে ধন্যবাদটুকু দেয়নি। বিশ্বকাপ মেসি ফেসি নিয়ে মেতে ছিল।

০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:৩৭

জু েয়ল বলেছেন: তাহলে কি তাদের আন্দোলন সফল করার জন্য এই ব্যাবস্থা নেওয়া হলো ?

৩| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৫:৪৮

তানভির জুমার বলেছেন: প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন এত দূর আমেরিকা যাওয়ার তাদের দরকার নেই।

০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:৩৫

জু েয়ল বলেছেন: আমারও দরকার নেই আমেরিকা যাওয়ার, কারন আমার সেই সক্ষমতা নেই।

৪| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৫:৫১

জ্যাকেল বলেছেন: জনগণের কাছ থেকে কড়ায় গন্ডায় বিদ্যুৎ বিল নিয়ে সাথে ডিমান্ড চার্জ মিটার ভাড়া নিয়ে ঐ টাকাগুলো কি হাওয়া হয়ে গেল?

আসলে এই সরকারের কাছে দায়-দ্বায়িত্ব বলে কোনকিছুর অস্তিত্ব আছে বলে মনে হয় না। লুটপাট আর বিদ্বেষী রাজনীতি চর্চা করতে করতে দেশ যে কোথায় তলিয়ে যাচ্ছে সে খবর রাখার কোন খেয়াল কই।

আসলে এ সবই বি-চ্ছিন্ন ঘটনা।

০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:৩৪

জু েয়ল বলেছেন: উতপাদন ক্ষমতা অনেক প্রয়োজন তার ৬০% এর মত, তাহলে এতো ক্ষমতা কি কাজে আসলো যে এখন প্রয়োজনীয় বিদ্যুতই উতপাদন করতে পারছিনা। আসলে টেকসই উন্নয়ন জিনিষটা কি তা আমদের নীতি নির্ধারকগন বুঝেন বলে মনে হয় না।

৫| ০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

শেরজা তপন বলেছেন: অস্বস্তিকর ও ভয়াবহ কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর শোনা গেল।

০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:২৯

জু েয়ল বলেছেন: অনেক অনেক বিচ্ছিন্ন ঘটনা শুনতে শুনতে আমার চিন্তা শক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.