| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে বিশ্বাস করি। মনের শক্তিতেই পথচলা শুরু করেছি। প্রতিদিন একটি চেষ্টাই করে যাচ্ছি নিরন্তর আর তা নিজেকে নির্মাণ...
আপত্তি নেই রাজাকার হতে
আমাকে ডাকতে পারো এই নামে
স্বৈরাচার বললেও রেগে উঠবো না ।
দেশদ্রোহী ...চরমপন্থি...উগ্রপন্থি
এইসব বস্তাপচা শব্দে নামে ডাকলেও
আমি গায়ে মাখিনা আর মাখবওনা
ওগুলো তোমাদের মর্জি শব্দ
আবার ইচ্ছে শব্দও তোমাদের ।
আমি আমার মতই চলবো
তোমাদের সাথে নাচবনা
ডুগডুগি বাজানো বাঁদর নাচ ।
আমি অধুনাই থাকব
পারবোনা হতে অসভ্য প্রগতিশীল
যাকে তোমরা সভ্যতা নামের
তকমা লাগাও প্রতিদিন ।
গনতন্ত্র.. স্বাধীনতা... অধিকার
এই শব্দ গুলো ও আজ বিপদ্গ্রস্থ
ওরাই আগে মুক্তি পাক না !
ওরাই প্রতিদিন পরাধীন
আমার আর কিসের স্বাধীনতা
পতাকা... সংবিধান... মানচিত্র
ওরাও হাপিয়ে উঠেছে ইদানীং
খরায় পরা মাছের মত খাবি খায়
এখানে সেখানে...
আর কত সইবে টানা হেঁচড়া
আত্ম মুক্তির জন্য
ওষ্ঠাগত ওদের কণ্ঠ তালু
ওরাও চায় মুক্তি ।
ধর্ম ওর তো আরও দুর্দিন
হোক ইসলাম, হোক সনাতন
হাতে পায়ে আপাদও মানুষ আমরা
ঈশ্বরের কি প্রয়োজন ।
ঈশ্বরও হাসে
স্রষ্টা নেই ঈশ্বর নেই
প্রমানে আমি তুমি ব্যস্ত দেখে
বিপদে পরেই হয় ঈশ্বর খোঁজা
আল্লাহ্ বাঁচাও ,বাঁচাও গো ঈশ্বর ।
নাস্তিক আস্তিক সাহেবি শব্দ এখন
ফ্যাশন আর প্যাশন এর মাঝে
আটকে আছে “ বিশ্বাস ”
নামের এই বাংলা শব্দ ।
নিজের কাছেই নিজের বোধের বিভ্রান্তি
সন্তর্পণে পুষে রাখে মারফতি জ্ঞান
আর শরীয়তকে করি বিপথগামী ।
©somewhere in net ltd.