![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
the be_st...
সাইনুসাইটিস রোগটির সাথে আমাদের অনেকেরই পরিচিত হবার দূর্ভাগ্য হয়েছে। আর ভুক্তভুগী মাত্রই জানেন কি নিদারুণ যন্ত্রণা এ রোগে। আমাদের নাকের আশেপাশে, কপালে, চোখের নিচের দিকে কিছু বায়শূন্য ফাপাঁ অবস্থানে (যাদের সাইনাস বলা হয়) প্রদাহ বা ইনফ্লামেশনের কারণে রোগটি হয়ে থাকে যা একিউট ক্ষেত্রে মোটামুটি চার সপ্তাহ পর্যন্ত স্থায়ি হতে পারে। অবশ্য বেশির ভাগ ক্ষেত্রেই দুই সপ্তাহের মাঝে ব্যাথা কমে যেতে দেখা যায়।
যাহোক রোগতত্ব নিয়ে এই পোস্ট নয়। পোস্টে সাইনাসে প্রদাহ হলে কিভাবে একটু দ্রুত আরাম পেতে পারেন তার একটি টোটকা চিকিৎসার কথা বলবোঃ
* যদি আপনার সাইনুসাইটিসের সমস্যা থাকে তবে নিকটস্থ ফার্মেসী বা ড্রাগ শপ থেকে মেনথল ক্রিস্টাল কিনে আনুন। কাঁচের বোতলে ক্রস্টালগুলো সংরক্ষিত থাকে। দাম নেবে মোটামুটি ২০ টাকা।
** চুলায় পানি গরম করুন। মোটামুটি বড় মুখওয়াল কোন হাড়ি বা গামলা হলে ভাল হয়। পানি ফুটতে শুরু করলে আগুন নিভিয়ে দিন। এবার গরম পানিতে চার-পাঁচটা ক্রিস্টাল ছেড়ে দিন। মেনথল গলে যাবে এবং পানির ভাঁপের সাথে উপরের দিকে বাস্পাকারে উঠে আসবে।
*** মাথায় একটি টাওয়েল জড়িয়ে নিন। মেনথল সমৃদ্ধ বাষ্প নাক দিয়ে টেনে নিন। টাওয়েলটা এমনভাবে পাত্রের আশেপাশে ছড়িয়ে দেবেন যেন বাষ্প বাইরে বেড়িয়ে যেতে না পারে। চোখ বন্ধ রাখবেন। আর একবারে খুব বেশিক্ষন শ্বাস নেবেননা।
তিন-চার মিনিট পর পরিবর্তনটা আপনি নিজেই বুঝতে পারবেন।
ইটস ম্যাজিক।
বিভন্ন সময় ঠান্ডা লেগে নাকবন্ধ হয়ে যায়। তখনো এটি ভাল কাজ করবে। তবে মুখের ভেতরে তেতো একটা স্বাদ সাময়িক থাকতে পারে।
সবাইকে ধন্যবাদ।
==============================================
যেকোন রোগের চিকিৎসায় নিকটস্থ স্বাস্থ সেবা কেন্দ্র বা একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের সাথে কথা বলুন। ডাক্তারের পরামর্শ ব্যতিত ঔষধ খাবেননা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০২
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: হোমিওপ্যাথির চিকিৎসাটা বলোতো রুক্সানা।
আপসুস তুমি রুক্সানা, চ্রমাপ্সুস
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৪
জুন বলেছেন: আপনার কি সাইনুসাইটিস হয়েছে ছায়া
লোকটার নাক দেখে ভয় পেলাম
কাজের পোস্ট
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০২
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: হুম। খুবই বাজে অবস্থা, আগে এই সমস্যা ছিলনা।
মেডিকেল রিলেটেড টার্ম দিয়ে সার্চ করলে আরো ভয়াবহ ছবি পাবেন
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৭
দূর্যোধন বলেছেন: হেহেহেহে......মডুগিরি ছাইরা কি পার্ট টাইম ডাগদর হৈলেন নি ???
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০৫
ভাঙ্গন বলেছেন: ঐটা আর কি বলবো। একজনের পরামর্শে হোমিও ধরলাম।
ভালই ফল পাচ্ছি।
এমনিতে ভাল লাগল, এই আর কি ডিয়ার।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: দেখি আমিও কোন রোমিও ডাক্তার দেখাইয়া হোমিও হওয়ার চেষ্টা করমু।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০৬
মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: মেনথল টা অনেক সময় ক্ষতিকারক হতে পারে। শুধু পানির বাষ্প(ভাপ) নিলেও চলে।
একটা 'যোগ' পদ্ধতি আছে। "নাসাপান"। এটা অনেক কার্যকরী পদ্ধতি সাইনুসাইটিস ভাল করার। যে কোনো যোগব্যায়ামের বইতে পদ্ধতিটার বর্ণনা আছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: পদ্ধতিটা ডিটেইলস জানার আগ্রহ হচ্ছে।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১১
আলিম আল রাজি বলেছেন: প্লাস প্লাস প্লাস।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫২
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: হে হে, আছে নাকি সাইনুসাইটিস? ভাইরে বিশাল এক যন্ত্রণা। পেগলে যাওয়ার মত অবস্থা।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১৫
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ওকে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫৩
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ঠিকাছে।
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৪
হোদল রাজা বলেছেন: আগের কমেন্টাটা বেশী স্হূল ফাজলামি হয়ে গেছে! ডিলিট মেরে দিয়ান,বস!
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫৪
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: যাই ফেভারিট লিস্ট চেখ করে দেখি, না থাকলেই বান
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৪
রুদ্রপ্রতাপ বলেছেন: হৈলে জানামুনে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৭
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: জানাইও।
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৫
শূণ্য উপত্যকা বলেছেন: থাংকস।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:২৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ধন্যবাদ।
১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৬
সিস্টেম বলেছেন: উকে
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:২৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ধন্যবাদ সিস্টেম।
১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৭
সায়েম মুন বলেছেন: হ ঠিকাছে ডাক্তরের ছায়া
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:২৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আছে নাকি সাইনাসের সমস্যা?
১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৭
হাসান মাহবুব বলেছেন: তুমি কিরাম মডু এক্টা পুস্টো স্টিকি হয়না?
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩২
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
দুঃশ্চিন্তায় পইরা গেলাম।
১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:০৪
প্রভাষক বলেছেন: ভাই... ঠান্ডা-তে কার্যকর... আমি নিজে-ই নিয়েছি... কিন্তু সাইনাস-এর সমস্যার ক্ষেত্রে-ও!!!... কোনো পাশ্ব-প্রতিক্রিয়া নেই???...
ধন্যবাদ...
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩২
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমার ক্ষেত্রে কাজে দিয়েছে আর আরো অনেকেই এটাকে একটি কার্যকর ব্যবস্থা হিসেবে বিবেচনা করছে।
ধন্যবাদ।
১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩৪
নৈশচারী বলেছেন: শেষ পর্যন্ত মেনথল লইয়া পোস্ট! আর কি বাকি আসে?
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: সাইনাসের সমস্যা হইলে এই হাসি কই যায় দেখমুনে
১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪২
নস্টালজিক বলেছেন: ডাক্তার সাব, কয়দিন ধইরে আমার পেটে খুব বিদনা,
একটা ঔষধ যদি দিতেন, বড় উপকার পাইতাম !
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪৮
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: শুধু এইভাবে বললেতো হবেনা জনাব। গত দশ দিনে প্রতি বেলায় কি কি খাবার খাইছেন তা জানান।
দেখি কি করা যায়।
১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪৮
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ভুয়া চিকিৎসা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫১
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ট্রাই করছো কখনো? কাজ দেয়না। সত্যি?
আমিতো ভাল রেজাল্ট পাইলাম। অনেকের সাথে কথা হইলো তারা বললো এইটা নাকি খুব ভাল কাজের
১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৩
নৈশচারী বলেছেন: জ্বে আমার বহুত আগেই হইসিলো! মেন্থল ইউজও করসি! তয় ঐডা লইয়া পুস্ট দেওনের কি আসে? হেরপরে পুস্ট আইবো হেচকি দূর করার উপায়সমূহ!
ছবিডা যা দিসেন না! দেইখ্যা হাসতে হাসতে ফিট খাইসি!
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৭
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ভাল আইডিয়া দিলা। হেচকি দুর করার উপায় নিয়া একটা পোস্ট আসলেই দেব। উৎসর্গ করবো তোমারে।
উৎসর্গঃ তোমারে যে নামে ডাকি।
ছবিতে হাসার কি আছে? :-&
১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩৩
নস্টালজিক বলেছেন: মঘা ইউনানী চিকিত্তসক শ্যাডো-ম্যাডো !
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৪
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: হা হা
নতুন পদবী পছন্দ হইছে।
২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১০
শাকালাকা বুম বলেছেন: হমম ভাল কাজ দেয়, তয় ৬/৭ দিনের বেশি ব্যবহার করন ঠিক না।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৪
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কথা টিক, ১০০ ভাগ ঠিক।
২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩১
জানা বলেছেন:
সে না হয় হলো....। কিন্তু ব্লগে মডারেশন বাদ দিয়ে....., সময় কাটাছাঁট করে এ,সবের মানে হয়না । দায়িত্বে এ্যাত অবহেলা........
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৪
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ইয়ে মাসে জনস্বার্থে এমন দু-চারটে পোস্ট দেয়ার অনুমতি আমাকে দেয়া হয়েছে। টার্মস এন্ড কন্ডিশনস তাই বলে।
আর অসুস্থ্যতার কারণে আমি দুই দিনের ছুটি নিয়েছিলাম।
আমার নামে দায়িত্ব অবহেলার মত চরম ন্যাক্কারজনক অভিযোগ ব্লগবাসী মেনে নেবেনা।
২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৭
রাজসোহান বলেছেন: আমার অসুখ বিসুখ অয় না
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: রাজঁহাসের অসুখ বিসুখ না হওয়াই স্বাভাবিক। তবে মাঝে মাঝে রানিক্ষেত রোগ হওয়ার চান্স আছে
২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:১৯
নার্ডী বয় বলেছেন: আমারও এই সমস্যাটা আছে।এটা খুবই যন্ত্রনার।যখন সমস্যাটা হয় তখন এলাট্রল ট্যাবলেট খাই,সাময়িক বন্ধ হয় কিন্তু নাকে ধুলোবালি গেলে অবস্থা খারাপ। হাচি দিতে দিতে.....
মেনথল ক্রিস্টাল ব্যাবহার করিনি,তবে তুমি বলায় এই চিকিৎসাটা কাজে লাগাবো।
মাঝে মাঝে এমন টোটকা চিকিৎসার পোস্ট দিলে মন্দ হয় না,কি বলো
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৫
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমার সেরে গ্যালো দিন দশেক ভুগিয়ে
চেষ্টা করে দেখ যদি আবার সমস্যা হয়। হ্যা, এমন পোস্ট চলতে পারে, তবে তিন-চারটা রোগ নিয়ে এক পোস্ট
২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৯
স্বদেশ হাসনাইন বলেছেন: সাইনাসের সমস্যাটা ধুলো বালিতে ভয়ানক বাড়ে। গরম পানির ভাপে মেন্থলটা আসলেই ভাল উপায়। তবে মেন্থল বেশিক্ষণ নিলে খুব কেমন শুকনো শুকনো হয়ে যায়।
নাকে ভাপ নেয়ার জন্য বিদেশে যারা থাকে তার নেটিপট ব্যবহার করে। একজনের কাছে শুনেছি খুব ঝাঝালো পেঁয়াজের গন্ধে উপকার পেয়েছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: তাই নাকি? ধন্যবাদ হাসনাইন।
২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৩
শায়মা বলেছেন: হাহাহা জানা আপুর কথা শুনে হাসছি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কেন আমার জবাটা কি ঠিক হয়নি?
বলুনতো শরীর খারাপ থাকলে ছুটি নেয়া কি নিষেধ [ব্যাপক হাসির ইমো]।
২৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৩
অন্ধ আগন্তুক বলেছেন: এইটা আগেই ট্রাই করসি , কাজ হয় নাই !
এখনো প্রায়ই ভুগতে হয় , এক সপ্তাহের আগে মাথা ব্যাথা যায় না । ব্যাপক কষ্টদায়ক ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৮
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
আপনি হোমিওপ্যাথি চেষ্টা করে দেখুন (ভাঙ্গন-এর সাথে যোগাযোগ করুন)।
২৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:২৮
নীল_পরী বলেছেন: আমার সাইনোসাইটিস আছে। এই চিকিৎসা আমিও নিয়েছি। বেশ কাজের, তবে মেনথল এর ঘ্রান আমার ভীষন ভালো লাগে। মাঝে মাঝে অকারনেই menthol vapour নেই।
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৮
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: অকারণে নেয়াটা কি ঠিক হচ্ছে?
আমারও মেনথলের ঘ্রাণ ভাল লাগে
২৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০৩
রেজোওয়ানা বলেছেন: হুম এই ট্টিটমেন্টটা আসলেই অনেক কাজের!!
মেনথলের একটা শিশি সব সময়ই সাথে রাখি, ভাপ নিতে না পরলে এম্নিতেই গন্ধ নেই!
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৫
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: বলেন কি? আপনিতো দেখি মেনথল ভক্ত!
২৯| ০৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:০৬
রেজোওয়ানা বলেছেন: হুম আমার মতো বারো মাসি রুগি হলে মজা বুঝতেন
০৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:০৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমি বারো মাসি সাইনাসের সমস্যার রুগিনা, তবে ঠান্ডার রুগি। বাইরে বৃষ্টি হচ্ছে- একথা শুনলেও আমার ঠান্ডা লেগে যায়
৩০| ১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৪৪
সুবিদ্ বলেছেন: উপকারি পোষ্ট...
আল্লাহর কাছে প্রার্থনা, ট্রাই যেন করা না লাগে
১১ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:২৩
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: হা হা... খুবই যন্ত্রনাকর অবস্থা।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫১
ভাঙ্গন বলেছেন: এইটা ট্রাই করছিলাম।

ভালই ফল পাইছি।
কিন্তু পরে আমি হোমিওতে আস্থা রাখতে পারছি।
.................
রোমিওরা নাকি হোমিওতে আস্থা রাখে।
আপসুস, আমি রোমিও নই।