নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম, স্বপ্নে; জীবনে!

শাকিল আহমেদ সুমন

মান্দাতার স্বপ্নের অশ্বারোহী ফেরিওয়ালা!

শাকিল আহমেদ সুমন › বিস্তারিত পোস্টঃ

রাতের গল্প

২০ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:৩৭

আগামী নিষিদ্ধ রাতের কাহিনী আজকেই কেন শেষ হয়ে যায় না?
কি এক ঐন্দ্রজালিক আকর্ষনে জীবনকে নিয়ে খেলা করার ইচ্ছা আমাদের মরে যায় না! হোচট খেয়ে বাচতে শিখি; মাঝে মাঝে পড়ে যাই।
আবার উঠে দাড়াই কেউ কেউ আর জীবন তখন আমাদের শিখায়, পড়ে যাওয়াতে লজ্জ্বার কিছু নেই; উঠে দাড়াতে না পারাটাই অপমানের।
অবিশ্বাস্য ধৈর্যে আমারা ছাপোষা- সাধারন হয়ে থাকি.. প্রতিটা রাত আমাদের কামড়ায় ডাশের মতো। আমরা সকালে উঠে দাত ব্রাশ করি, বউয়ের কপালে একটা চুমো দিয়ে অফিসে চলে যাই----যেনো কিছুই হয় নি। যেনো কিছুই হয় না, যেন সবকিছু অমূর্ত আর অবাস্তব; যেন সবকিছু রক্তহীন নর্তকীর নূপুর।

আজ অনেক দিন পর ক্লান্ত; ঘুমোতে ঘুমোতে ক্লান্ত।
রাতের উৎসব গুলোতে বাঙ্গালীর অধিকার আজ ফুরিয়েছে।
এতোদিন রোদ ছিলো না, স্নেহ ছিল না--আজ আগুনও ফুরালো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.