![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জোছনা হইয়ো আমার শেষ রাত্রিতে,
তুমি শেষ কবিতা হইয়ো আমার খাতায়,
আমার শেষ অশ্রুবিন্দু হিসেবে আমি তোমাকে চাই,
আমি তোমাকে অনুভব করে চলে যেতে চাই।
তুমি শেষ স্বপ্ন হইয় আমার চোখের পাতায়,
আমার কাহিনীর শেষ নায়িকা হয়ে থেকো তুমি;
আমি তোমার হাতের মেহেদীর শেষ আচড় হতে চাই,
আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি তোমাকে সাজিয়ে চলে যেতে চাই।
আজ শেষ রাতে শেষবার হাতে হাত, চোখে চোখ রাখা;
শেষ প্রেমে শেষ বার শেষ চাওয়া-পাওয়া,
পৃথিবী ঘুরবে তারপর অনেকটা কাল;
তুমি আর আমি শুধু এক হবোনা কখনো আর!!!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯
শাকিল আহমেদ সুমন বলেছেন: ধন্যবাদ :-)
২| ২৬ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:৪৩
নাবিক সিনবাদ বলেছেন: ধন্যবাদ, ভালো লাগলো।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২০
শাকিল আহমেদ সুমন বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৫২
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কথামালা