নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম, স্বপ্নে; জীবনে!

শাকিল আহমেদ সুমন

মান্দাতার স্বপ্নের অশ্বারোহী ফেরিওয়ালা!

শাকিল আহমেদ সুমন › বিস্তারিত পোস্টঃ

অধারাবাহিক

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

কিছু না পাওয়া থাকেই। চা খেতে গেলে কফি মিস হবেই। দুইটা একসাথে খেতে গেলে আবার কোনোটারই স্বাদ ঠিকমতো বোঝা যায় না। অর্থনীতিতে একে বলা হয় Opportunity Cost. Substitute একটা পেতে গেলে আরেকটা বাদ দিতেই হয়। এর অন্য আরেকটা অর্থ করলে দাঁড়ায়, যে রাতে অমাবস্যা হয় সেই রাত কবরস্থানের অ্যাডভেঞ্ছারের জন্য উপযুক্ত আর রাত চাঁদনী হলে হাত পা ছড়িয়ে খোলা মাঠে ঘাসের উপর শুয়ে থাকতেই ভালো লাগে।

পৃথিবীটা সুন্দর, রুপ-রস-গন্ধে ঐন্দ্রজালিক। চোখ দিয়ে দেখতে সুন্দর, হাতে নিয়ে দেখতে সুন্দর, কবিতা দিয়ে অনুভবে সুন্দর কিন্তু যখনই দুনিয়া হৃদয়ের ভিতরে ঢুকে যায়, তার কদর্য রূপটা দেখানো শুরু করে।
এজন্যই না পাওয়াগুলো প্রয়োজন, জল, হাওয়া আর মাটির মতোই প্রয়োজন। ওগুলো আমাদের জানান দেয়, যতোই টান থাকুক, যতো সমুদ্র আর নদীই পাড়ি দেওয়া হোক না কেনো কিছু কিছু ইচ্ছা অধরাই থেকে যায়। এই dissatisfaction টাই আমাদের রক্তে "বিপন্ন বিষ্ময়" হয়ে আমাদের চালিত রাখে।

কিন্তু কথা হলো 'সূফি' হওয়ার ইচ্ছাটা আমাদের অনেক আগেই মরে গেছে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.