নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম, স্বপ্নে; জীবনে!

শাকিল আহমেদ সুমন

মান্দাতার স্বপ্নের অশ্বারোহী ফেরিওয়ালা!

শাকিল আহমেদ সুমন › বিস্তারিত পোস্টঃ

গল্প হলেও সত্যি অথবা সত্যি হলেও গল্প

২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

আজকের বাতাসটা অনেক ঠান্ডা, একেবারে হাড্ডি পর্যন্ত কাপিয়ে দিচ্ছে। হুডির হুডটা তুলে দিয়ে হাটছি, খারাপ লাগছে না হাটতে।
একটা গাড়ি এসে পাশে থামলো। নেমে এলেন কেউ একজন, পরিচিত মুখ, পরিচিত হাসি।

''কেমন আছেন, স্যার?''

''চিনলেন কি করে??'' বললাম।

''আমি কি করে চিনব, স্যার, চেনানোর মানুষ সাথে আছেন। ডাকছেন আপনাকে।''

দেখলাম, চেনা চোখ উদগ্রীব, চোখে জল, ঠোটে হাসি; বললাম, ' অন্ধকারেও চিনতে ভুল হয়নি এতোটুকু! কি করে পার??''

হাসলো, সেই হাসি, যে হাসি মনে হলে এখনো বুকে কাপন ধরে!! বললো, ' আমাকে চিনতে পারছ তো??'

আবৃত্তি করলাম, '' তুমি যে তুমি ওগো, এই তব ঋন…''

''পরে??''

'' ভুলে গেছি''

আবার হাসল। '' মহাপুরুষ হওয়ার আর কতো বাকি?''

''সবার আগে খবরটা তুমি ই পাবে।''

''আমাকে সাথে নেয়া যায় না??''

''না। এই পথে একা হাটতে হয়।''

''আমাকে মনে পড়ে না একবারো…??''

''হ্যা, কবিতা লিখি তো এখনো মাঝে মাঝে''

যাবার সময় আবার চোখে জল, বললো, ' আবার দেখা হবে কবে…?'

''হবে হয়তো আবার, এভাবে হঠাত, কোনো এক রাস্তায়, অন্ধকারে।''

গাড়ি চলতে শুরু করল, আমি দাড়িয়ে থাকলাম যতক্ষন না চোখের আড়াল হয়ে যায়। তারপর আবৃত্তি করলাম,
'' তুমি যে তুমি ই ওগো, এই তব ঋন,
আমি মোর প্রেম দিয়ে শুধি চিরদিন!''

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.