নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম, স্বপ্নে; জীবনে!

শাকিল আহমেদ সুমন

মান্দাতার স্বপ্নের অশ্বারোহী ফেরিওয়ালা!

শাকিল আহমেদ সুমন › বিস্তারিত পোস্টঃ

জীবনানন্দ দাস- নির্জনের সাধক

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৩

“আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায়.........”

আসার পথ তো রুদ্ধ হয়ে গেছে, আপনি আর আসবেন না জানি। আপনি বেচে থাকবেন আমাদের প্রেমে, দেশপ্রেমে, প্রকৃতিপ্রেমে। কুয়াশাময় শীতের রাতে, চাদনী রাতে অবাক বিস্ময়ে যখন হাটবে কোনো নতুন প্রেমিক, আপনিও তখন হাটবেন সাথে।

আজ জীবনানন্দ দাসের মৃত্যুদিবস। এক প্রেমিক, এক সন্যাসী, এক ভাবুক, আমার ভাষার সবচেয়ে নির্জনতম কবি। একাকী নির্ঘুম রাতগুলো উনার আচকান ধরে ধরেই কেটেছে। নীরবতাকে ভাষা দেয়ার বিদ্যাটা উনি ছাড়া আর কেউ এতো ভালো করে শিখাতে পারেন নি মনে হয়।
"মনে হয় শুধু তুমি,
আর শুধু আমি,
আর ঐ আকাশের পৌষ নীরবতা-
রাত্রির নির্জন যাত্রী তারকার কানে কানে কতোকাল কহিয়াছি আধো আধো কথা-
আজ বুঝি ভুলে গেছো, প্রিয়া!"

ভুলে যাওয়া অসম্ভব, আর তাই তো, "কোন সূদুরের তরে হৃদয়ের প্রেতপুরে ডাকিনীর মতো মোর কেদে মরে মন!"

দুনিয়া এক প্রচন্ড নেশাময় জায়গা। দুনিয়া এক বিষময় তীর্থ। এখানে "মহুয়ার, ধুতুরার স্বাদ" আমরা "জীবনের পেয়ালায় ফোটা ফোটা ধরি,
দুরন্ত শোনিতে মোর বার বার নিয়াছি যে ভরি!"। আর তার মাঝেই কবি দেখিয়েছেন আমাদের যা বাচিয়ে রাখে তা "অর্থ নয়, বিত্ত নয়, স্বচ্ছলতা নয়-", "আরো এক বিপন্ন বিষ্ময়" যা আমাদের রক্তের মাঝে প্রবাহিত হয় আর "আমাদের ক্লান্ত করে, ক্লান্ত- ক্লান্ত করে।"

পৃথিবী ঘুরতেছে ঘুরুক, সময় থমকে যাক- বয়ে চলুক, সাহিত্যে সমালোচকেরা উনাকে কতোটা জায়গা দিবেন, আদৌ দিবেন কি না, আমার কিছুই তাতে যায় আসে না। নির্জন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে দেখতে আবৃত্তি করার জন্য " সব আলো নিভে গেলে পান্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল" দেয়ার জন্য আমি কবির কাছে কৃতজ্ঞ।

" হয়তো ধানের খই ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে,....
আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে!"

হ্যাঁ, কবি থাকবেন। বাংলার উঠানের ঘাসে উনাকে পাওয়া যাবে চিরকাল!

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০১

আহমেদ জী এস বলেছেন: শাকিল আহমেদ সুমন ,




আমার প্রিয় এক অন্ধকরের কবি, হৃদয়মন্থন করে দুঃখ জাগানিয়া কবি । আমার মনেই ওঁর বসত । থাকবেনও চিরকাল ।

২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৯

শাকিল আহমেদ সুমন বলেছেন: হ্যাঁ, উনি থাকবেন।

২| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৮

বিলিয়ার রহমান বলেছেন: রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস-এর প্রায়ণ দিবসে তাকে নিয়ে লেখা পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ!:)

২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪০

শাকিল আহমেদ সুমন বলেছেন: পড়ার জন্য কৃতজ্ঞতা! :-)

৩| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৬

মার্কো পোলো বলেছেন:
“আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায়.........”

নির্জনতার কবি, তিমির হননের কবি, প্রকৃতির কবির প্রতি অশেষ শ্রদ্ধা।

২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪১

শাকিল আহমেদ সুমন বলেছেন: প্রেম আর প্রেমিকের কবির প্রতি শ্রদ্ধা !

৪| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪০

নির্ঘুম সৈকত বলেছেন: অাবার অাসিব ফিরে.....
হ্যাঁ, কবি, অাসতে পারবেন কিনা জানি না, তবে অাপনাকে এখন খুব দরকার অামাদের।

২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪১

শাকিল আহমেদ সুমন বলেছেন: কাকে দরকার, ভাই?

৫| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৩

আছির মাহমুদ বলেছেন: "জানি - তবু জানি
নারীর হৃদয়-প্রেম-শিশু-গৃহ-নয় সবখানি;
অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয় -
আর এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
খেলা করে"-

এই 'বিপন্ন বিস্ময়' কে আর জেনেছে জীবনানন্দ ছাড়া!

২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪২

শাকিল আহমেদ সুমন বলেছেন: হ্যাঁ, উনি জেনেছেন, জানিয়েছেন।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১৭

এ কে এম রেজাউল করিম বলেছেন:
"মনে হয় শুধু তুমি,
আর শুধু আমি,
আর ঐ আকাশের পৌষ নীরবতা-
রাত্রির নির্জন যাত্রী তারকার কানে কানে কতোকাল কহিয়াছি আধো আধো কথা-
আজ বুঝি ভুলে গেছো, প্রিয়া!"


না কবি!
আমারা ভুলিনাই,
আপনি থাকবেন আমাদের স্মরনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.