![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাচ, গান হচ্ছে; হবে, স্বাধীনতার উৎসব হবে অহোরাত্রি; সমস্যা নেই। তার আগে একটু দেখে আয় পঙ্গু মুক্তিযোদ্ধা নাদের আলীকে; দুই দিন ধরে যে ওর ঘরে চুলা জ্বলে না রে পাগলা। তোর উৎসবের কারিগরের চোখে চোখ রেখে একটু বলে আয় না, "আমরা কৃতজ্ঞ!
শুধু শুভেচ্ছা জানালেই হয় রে পাগল; পা পিছলে যাওয়া রক্তের স্রোতে দাঁড়িয়ে দাতে দাঁত চেপে রক্ত রাঙা পতাকা উড়ানোর সেই উন্মাদ গল্পটা সেই মহানায়কদের হাতে হাত রেখে একটু শোনে আয়; রক্তে আগুন ধরিয়ে দেয়া সেই সময়কে রক্তের প্রতিটি বিন্দু দিয়ে অনুভব করে, তরপর আয় রে ক্ষ্যাপা, লাথি মেরে সময়ের দরজাটা ভেঙ্গে দেই।
স্বাধীনতা আমরা দাম দিয়েই কিনেছি; এক-আধটু গর্ব হওয়া দোষের কিছু নয়। কিন্তু যখন নাচ আর গান শেষ হয়ে যাবে; আলোচনা সভার বক্তা, সভাপতি আর প্রধান অতিথিরা গলায় ফুলের মালা নিয়ে শুল্কমুক্ত গাড়িতে করে ফিরে যাবেন তাদের প্রাসাদগুলোতে; যখন আলোগুলো ফিকে হয়ে যাবে, নিভে যাবে; অন্ধকার এই নেশা ধরিয়ে দেয়া শীতের রাতে তুই যখন বাড়ি ফিরে যাবি; খেরোখাতাটা একটু মিলিয়ে দেখিস পাগলা; দাড়িপাল্লাটা একটু হাতে নিস; দেখিস পাল্লাটা কোন দিকে ভারী হয়ে আছে!
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৩১
ডঃ এম এ আলী বলেছেন: এই লিখাট পাঠ করে আশা করি সবাই দৌঁড়িয়ে যাবে ঙ্গু মুক্তিযোদ্ধা নাদের আলীকে দেখতে , আশা করি আপনাকেও পাওয়া যাবে সেখানে । ধন্যবাদ গুরুত্বপুর্ণ তথ্যটা দেশবাসীকে জানানোর জন্য ।