![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাই গো , আমার তিনটা সমস্যা। টেঁকি ভাই রা দয়া কইরা হেল্প করেন গো............ হেল্প না করলে বিরাট সমস্যার মইদ্ধে পরুম । ভাইরা পিলিজ
হেল্প করেন ।
সমস্যা নং ১ঃ প্রথম সমস্যা হইল আমার android সেট টা লইয়া। যখন ই কোন ফোন এর save করা number এ কল করতে জাই তখন কইতাসে যে the process android.process.acore has stopped unexpectedly. Please try again. অর্থাৎ আমি ফোন এর সেভ করা নাম্বার এ কল দিতে পারতাসি না। এমনকি কোন নতুন নাম্বার সেভ অ করতে পারতাসি না। কিন্তু phone e dial কইরা কল দিতে পারি। আমি Walton primo d1 চালাই। কোন ভাই যদি জানেন solution please help করেন।
সমস্যা নং ২ঃ পরের সমস্যা টা হইল আমার laptop নিয়া। আমি compaq presario CQ43 চালাই। সমস্যা হইল যখন ল্যাপটপ open kori তখন কয় যে –
‘Smart hard disk error. The smart hard disk has detected an imminent failure. To ensure data loss, please backup the content immediately and run the hard disk test in system Diagonistics.” তারপর enter চাপলে laptop ওপেন হইতে প্রায় ২০ মিনিট সময় লাগে। তারপর ল্যাপটপ ছালাইতে পারি। ভাই এই সমস্যার সমাধান কি যদি একটু কইতেন।
সমস্যা নং ৩ঃ এইবার সমস্যা হইল আমার desktop লইয়া। বহুত পুরান আমার desktop টা। সেই যখন ক্লাস ৬ এ পরি তখন থেইকা চালাই। কিন্তু এতাতে এমন কিছু ফাইল আসে যা হারাইলে অনেক কষ্ট পামু আমি। সমস্যা হইল নতুন কইরা যখন windows Xp setup dite gesi তখন কয় যে কি জানি ফাইল একটা corrupted. তখন আবার restart মারতে কয়। restart মারার পর ঠিক একি কথা দেখায়। কয় ফাইল corrupted। আর কিছু পর পর এ উইন্ডোজ নষ্ট হইয়া যায়। এর সমাধান কি? কেম্নে আমি নতুন কইরা উইন্ডোজ এক্সপি setup দিতে পারুম জাতে আর উইন্ডোজ নষ্ট না হয়। দয়া কইরা হেল্পান।
অবশেষে বহুত কষ্ট কইরা টাইপ কইরা আমার সমস্যার কথা লেক্সি। ভাই গো , আমার তিনটা সমস্যা। টেঁকি ভাই রা দয়া কইরা হেল্প করেন গো............ হেল্প না করলে বিরাট সমস্যার মইদ্ধে পরুম । ভাইরা পিলিজ
হেল্প করেন ।
সমস্যা নং ১ঃ প্রথম সমস্যা হইল আমার android সেট টা লইয়া। যখন ই কোন ফোন এর save করা number এ কল করতে জাই তখন কইতাসে যে the process android.process.acore has stopped unexpectedly. Please try again. অর্থাৎ আমি ফোন এর সেভ করা নাম্বার এ কল দিতে পারতাসি না। এমনকি কোন নতুন নাম্বার সেভ অ করতে পারতাসি না। কিন্তু phone e dial কইরা কল দিতে পারি। আমি Walton primo d1 চালাই। কোন ভাই যদি জানেন solution please help করেন।
সমস্যা নং ২ঃ পরের সমস্যা টা হইল আমার laptop নিয়া। আমি compaq presario CQ43 চালাই। সমস্যা হইল যখন ল্যাপটপ open kori তখন কয় যে –
‘Smart hard disk error. The smart hard disk has detected an imminent failure. To ensure data loss, please backup the content immediately and run the hard disk test in system Diagonistics.” তারপর enter চাপলে laptop ওপেন হইতে প্রায় ২০ মিনিট সময় লাগে। তারপর ল্যাপটপ ছালাইতে পারি। ভাই এই সমস্যার সমাধান কি যদি একটু কইতেন।
সমস্যা নং ৩ঃ এইবার সমস্যা হইল আমার desktop লইয়া। বহুত পুরান আমার desktop টা। সেই যখন ক্লাস ৬ এ পরি তখন থেইকা চালাই। কিন্তু এতাতে এমন কিছু ফাইল আসে যা হারাইলে অনেক কষ্ট পামু আমি। সমস্যা হইল নতুন কইরা যখন windows Xp setup dite gesi তখন কয় যে কি জানি ফাইল একটা corrupted. তখন আবার restart মারতে কয়। restart মারার পর ঠিক একি কথা দেখায়। কয় ফাইল corrupted। আর কিছু পর পর এ উইন্ডোজ নষ্ট হইয়া যায়। এর সমাধান কি? কেম্নে আমি নতুন কইরা উইন্ডোজ এক্সপি setup দিতে পারুম জাতে আর উইন্ডোজ নষ্ট না হয়। দয়া কইরা হেল্পান।
অবশেষে বহুত কষ্ট কইরা টাইপ কইরা আমার সমস্যার কথা লেক্সি। ভাইরা হেল্প করুন। হেল্প না পাইলে আমি কিন্তু কাইন্দা দিমু। ওকে...............।।
২| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:১৯
নেওয়াজ শরিফ বলেছেন: ভাই আমি আপনাকে বলি মোবাইল টা ফ্যাক্টরি রিসেট করেন।
menu->settings->Backup and reset এ গিয়ে factory data reset মারেন। সমস্যা হল ইন্সটল করা এপ্লিকেশন গুলা ডিলিট হয়ে যাবে। তবে এই সমস্যা টা দূর হবে বলে মনে করি। contact number গুলা সিম এ সেভ না থাকলে এই কাজ করার আগে সিম বা মেমোরি কার্ড এ backup করে নিলে ভাল হয়।
১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৫
জীবনমর১২১২ বলেছেন: ভাই মোবাইল টার সমাধান হইল না। settings এ গিয়া তো Backup and reset নামে কোন option ই পাইলাম না। android এ কি এই অপশন নাই?
৩| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:২৪
নেওয়াজ শরিফ বলেছেন: আমার মনে হয় আপনার ডেক্সটপ এর হার্ডওয়্যার সমস্যা আছে। তবে আগে আরেকটা ডিস্ক দিয়ে সেটআপ এর চেষ্টা করেন। একই সমস্যা আবার হলে মাস্ট হার্ডওয়্যার সমস্যা।
৪| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:৩৪
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
সমস্যা-২:
আপনার ল্যাপির হার্ডডিস্ক মুমূর্ষ অবস্থায়। যেকোন মুহূর্তে ইন্তেকাল করতে পারে আপনার সাধের ল্যাপির হার্ডডিস্ক। তাই সময় থাকতেই ল্যাপির হার্ডডিস্ক থেকে গুরুত্বপূর্ণ ফাইল গুলো সেফ কোন স্টোরেজে ব্যাকআপ নিন।
সমস্যা-৩:
সমস্যাটা ব্যাপারে আপনি সঠিক ভাবে লিখতে পারেননি মনে হয়। তারপরও যতটুকু বুঝেছি, সেখান থেকেই বলছি যে, আপনি যখন নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে গেছেন তখন আপনি যে ডিস্ক থেকে সেটআপ দিতে গেছেন সেই সিডিতে স্ক্র্যাচ থাকতে পারে বা আপনার পিসিতে ব্যবহ্বত অপটিক্যাল ড্রাইভের অবস্থা এতটাই করূন যে সেটা আর ডিস্ক রিড করতে পারছেনা লেন্সে ময়লা জমে যাবার কারনে বা লেন্স দূর্বল হয়ে যাবার কারনে। আপনি চেক করুন সমস্যটা কোথায়। তাহলে আপনি নিজেই সমাধান বের করতে পারবেন। ধন্যবাদ আপনাকে।
১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৬
জীবনমর১২১২ বলেছেন: ভাই ল্যাপটপ এর সমস্যার সমাধান হইব কেমনে? নতুন কইরা উইন্ডোজ setup দিলে হইব নাকি নতুন hard disk কিনতে হইব? নতুন হার্ড ডিস্ক এর দাম কেমন ভাই?
৫| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:৫২
নেওয়াজ শরিফ বলেছেন: স্বপ্নবিলাসী আমি বলেছেন:
সমস্যা-২:
আপনার ল্যাপির হার্ডডিস্ক মুমূর্ষ অবস্থায়। যেকোন মুহূর্তে ইন্তেকাল করতে পারে আপনার সাধের ল্যাপির হার্ডডিস্ক। তাই সময় থাকতেই ল্যাপির হার্ডডিস্ক থেকে গুরুত্বপূর্ণ ফাইল গুলো সেফ কোন স্টোরেজে ব্যাকআপ নিন।
এক্কেরে রাইট। ফাইল গুলা ব্যাকআপ নিন দ্রুত।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৩ রাত ১১:১১
জাহাঙ্গীর জান বলেছেন: আপনি যদি নিউ নাম্বার এড করেন favorites করবেন contacts save করলে শুধু নেইটে কথা বলা যাবে ।