![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই !
কবিতা : পন্ডিত মাহি
নিঃশব্দে যখন মেঘেরা মিছিল ডাকে
সাদা নীল কবিতা জুড়ে
আমি তোর চোখ দুটি মনে করে
ডাক পাঠাই বৃষ্টিধারায়
আর কিছু না...
এইরকম বিকেলে
আমি-তুই আর বেইলীরোড
একাকার সমুদ্রে ঝুঁকে পড়ি
কোন এক নিয়ন অসুখে- বুকে প্রজাপ্রতি
আর কিছু না...
একদিন ভিজে ভিজে
শ্রাবণের চিলেকোঠায় প্রেম চুরি করে
তোকে দেই দামাল কদম ফুল
পুরনো শহর জানেনি কোনদিন
মেঘের বুকে তোর নামে শুধু কাজল
শ্রাবনের পাখি
আবারো নীচে নেমে আয়-
আঙ্গুলে ছুঁয়ে কেঁপে উঠি তুই-আমি।
©somewhere in net ltd.