![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই !
ব্রাজিল বিশ্বকাপে যখন তারকা ফুটবলাররা নিজ দেশের হয়ে গোল উৎসবে মেতে উঠছেন, তখন ব্রাজিলের রাস্তায় গোল উৎসবে মেতে উঠছেন স্থানীয় যৌন কর্মীরা। ফুটবল বিশ্বকাপ জ্বরে তারাও ফুটবল খেলছেন রাস্তায়।
যৌনকর্মীরা নিজেদের দলের নাম দিয়েছেন ‘ন্যাকেড ফুটবল ক্লাব’। ব্রাজিলের বেলো হরিজোন্তের রাস্তায় তারা ফুটবল খেলেছেন ‘খ্রিস্টান ধর্মপ্রচারক গ্রুপ’ এর সঙ্গে।
রাস্তায় থাকা ট্রাফিক কর্ণার দিয়ে তারা গোল পোষ্ট তৈরি করেন। ‘ন্যাকেড ফুটবল ক্লাব’ ব্রাজিলের জাতীয় দলের মতোই জার্সি পরিধান করেন।
‘খ্রিস্টান ধর্মপ্রচারক গ্রুপ’ ব্রাজিলের এই যৌনকর্মীদের অধিকার সম্পর্কে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে এই ম্যাচের আয়োজন করে। আয়োজকদের মুল কথা ছিল ‘আপনি শুধু মানুষকে ভালবাসুন, তাদের বিচার করবেন না, তাদের পরিবর্তন করবেন না, শুধু ভালবাসুন।’
উল্লেখ্য ব্রাজিলে পতিতাবৃত্তিকে বৈধতা বলে গণ্য করা হয়।
সূত্র: দৈনিক পত্রিকা ! .. !
©somewhere in net ltd.