নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোর দিশারী
আমরা আমাদের আদরের সন্তানদের শিক্ষা ও ভবিষ্যত নিয়ে সচরাচর বেশ চিন্তিত থাকি। পরামর্শ চাইলে, কেউ বলে যত তাড়াতাড়ি পার পড়াশুনা শুরু করে দাও, নইলে পিছিয়ে পড়বে। কেউ বলে, আগে স্কুলে পাঠালে ব্রেইনে চাপ পড়বে, ছয় বছর পার হলে স্কুলে পাঠাও। আবার অনেকে অন্যান্য কথাও বলে থাকে।
বিজ্ঞান বলে তিন থেকে পাঁচ বছর বয়সের মধ্যে একজন শিশুর মস্তিস্কের গঠন সম্পন্ন হয়ে থাকে। তাহলে আমরা কি এ বয়সে শিশুকে স্কুলে পাঠাবো, নাকি বাসায় রেখে তাকে গড়ে তোলার চেষ্টা করবো?
আসলে পড়াশুনাটা একজন শিশুর জন্য মূল বিষয় না। মূল বিষয় হলো শিশুর মানসিক বিকাশ। কেমন পরিবেশে সে গড়ে উঠছে? তার আশেপাশে যে বা যারা আছেন তাঁদের বাচন, আচরণ, রুচি, পরিচ্ছন্নতা এসবই বড় বিষয়। আপনি যদি তাকে মমতা ও সোহাগমাখা পরিবেশ দিন, সে অবশ্যই সংবেদনশীল সুন্দর মানুষ হয়ে গড়ে উঠবে। আর যদি তাকে অবজ্ঞা আর কঠোর শাসন দিন, সে বদমেজাজি অধৈর্য একজন মানুষ হিসেবে গড়ে উঠবে।
তাহলে আমরা সবার আগে শিশুর জন্য একটা সুন্দর হাসিখুশি সহানুভূতিশীল পরিবেশ দিব। সেটা নিজের বাসায় হোক বা স্কুলেই হোক।
(ক্রমশঃ)
১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯
জহিরুল ইসলাম সেতু বলেছেন: আন্তরিক ধন্যবাদ। এ বিষয়ে ধারাবাহিক লিখার আশা রাখছি। পরামর্শ জানাবেন। শুভেচ্ছা আপনাকেও।
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৯
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
ব্লগে স্বাগতম।
আপনার পিচ্ছিকেও শুভকামনা।
ভাল থাকুন, শুভব্লগিং।