নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোর দিশারী
কোটা কোন সম্মানের বিষয় নয়, এক ধরনের করুণা বা দয়া ভিক্ষা। এটা কখনো কারো অধিকার হতে পারে না। করুণা বরাবরই অসম্মানের বিষয়। আত্মসচেতন শিক্ষিত কোন মানুষই অসম্মানের কিছু গ্রহণ করে না, বরং কুণ্ঠিত হয়।
এদেশের প্রত্যেকটা মানুষই সমান অধিকার পাওয়ার যোগ্য নাগরিক। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে রাষ্ট্রের উচিৎ সকল কোটা বর্জন করে মেধাভিত্তিক যোগ্য লোককে যথাস্থানে অধিষ্ঠিত করা।
নারীশিক্ষা এগিয়ে চলেছে, এখন আর নারীরা শিক্ষায় পিছিয়ে নেই। অযথা কোটা রেখে তাঁদের করুণার পাত্র বানিয়ে ছোট করা অনুচিত।
আদিবাসী বা ক্ষুদ্র নৃ-জনগোষ্টি এখন পশ্চাদপদ নয়, উন্নয়নের ছোঁয়ায় শিক্ষার আলোকে তাঁরা যোগ্যতাবলে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছেন।
কোটা সংরক্ষণের জন্য এদেশ স্বাধীন করার যুদ্ধে নামেননি মুক্তিযোদ্ধারা। সকল অন্যায় অবিচার থেকে মুক্তিই ছিল মুক্তিযুদ্ধের লক্ষ্য। বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণই যার দিক নির্দেশনা দেয়।
এসব করুণা দেখে মুক্তিযোদ্ধাগন লজ্জিত কুণ্ঠিত হচ্ছেন। কোটা ব্যবস্থা বাদ দিয়ে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে বাস্তবায়ন করা উচিৎ। তাহলেই লাখো শহিদের আত্মত্যাগ, মুক্তিযোদ্ধাদের জীবনবাজির মুক্তির সংগ্রাম সার্থকতা পাবে।
তাহলে কোন স্বার্থে কোটা?
মেধাবীদের দমিয়ে রেখে দেশকে পশ্চাদপদ করে পরদেশ নির্ভরশীলতা তো কাম্য নয়। সরকারের শুভবুদ্ধির উদয় হোক। কোটা বিরোধী আন্দোলনরত তরুণদের নিপীড়ন নির্যাতন নয়, বরং সংগত দাবী মেনে নিয়ে শিক্ষিত মেধাবী তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক।
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪২
জহিরুল ইসলাম সেতু বলেছেন: চেতনাবাজীর ধোঁয়া তুলে আর পার পাওয়া যাবে না ভাই। এসব অতিকথনে ত্যাগী মুক্তিযোদ্ধারাই বিব্রত হচ্ছেন।
জাতিকে এগিয়ে নিতে হলে দেশপ্রেম থাকতে হবে।
২| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৫
রাজীব নুর বলেছেন: ভলতেয়ারের এই কথাটা আমার অসম্ভব পছন্দের, 'আমি তোমার সঙ্গে একমত না কিন্তু তোমার মত প্রতিষ্ঠার জন্য আমৃত্যু লড়ব'।
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫২
জহিরুল ইসলাম সেতু বলেছেন: জটিল একটা কথা, রাজীব নুর ভাই। ব্যাখ্যা পেলে বুঝতে সুবিধা হতো।
৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: কোটা সংষ্কার অবশ্যই জরুরী।
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪
জহিরুল ইসলাম সেতু বলেছেন: এটা এখন সময়ের দাবী, মোস্তফা সোহেল ভাই।
৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৯
সোহাগ তানভীর সাকিব বলেছেন: কোটা কোন সম্মানের বিষয় নয়, রাষ্ট্রীয় দয়া বা অনুগ্রহণের বিষয়। কোটাধারি যতই মেধাবি হোক কেন কোটায় চাকুরিতে প্রবেশ করে মেধাবীদের নিচেই থাকে।
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৩
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সহমত পোষণ করছি, সোহাগ তানভীর সাকিব ভাই।
এ প্রথাটা বাতিল করা সময়ের দাবী। শাসকদল তা বুঝলেই হয়।
৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩০
আল-শাহ্রিয়ার বলেছেন: মেধার মূল্যায়ন না থাকলে জাতি পিছিয়ে পড়তে বাধ্য।
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৭
জহিরুল ইসলাম সেতু বলেছেন: একদম খাঁটি কথা।
৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৫
*** হিমুরাইজ *** বলেছেন: সব রকমের কোটা বন্ধ হোক।
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২
জহিরুল ইসলাম সেতু বলেছেন: তাই তো হওয়া উচিৎ। প্রতিবন্ধীদের পুনর্বাসন করবে সরকার, প্রয়োজনে ওদের জন্য ভাতার ব্যবস্থা করবে।
৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১০
Sujon Mahmud বলেছেন: গুগল মামারে বললাম যে আমার মামা চাচা দাদা কিউ মুক্তি যোদাদ্ধা নাকি......গুগল মামা কইলো 404 NOT FOUND
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৪
জহিরুল ইসলাম সেতু বলেছেন: আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।
চাষাদের, মুটেদের, মজুরের ।।
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কোটা বিপক্ষে কিছু বললে তথাকথিত চেতনাধারীরা আপনাকে রাজাকার বানায়ে ছাড়বে।