নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোর দিশারী
যা দেখি সব সত্য নাও হতে পারে, দেখার গভীরেও অনেক দেখার আছে, আছে ভাবার।
ছোট্ট একটা ছবি, আগে না দেখে থাকলে এখন একটু দেখেন।
কি দেখলেন?
সাদা রংএর একটা খরগোশ, একটা বিড়াল, আর একটা কুকুর। নয় কি?
অনেক সময় আমরা এমন অনেক কিছুই দেখে থাকি। কোনটা একই বাস্তবতার, কোনটা বা ভিন্ন।
বৃষ্টির দিনে এক ছেলে স্কুলের মাঠে কাদায় পিছলে পড়ে গেছে। তার সহপাঠী দেখে দৌড়ে গেল তাকে তুলতে। ধরে তুলেত গিয়ে আবার হাত ফসকে পড়ল ছেলেটি। হঠাৎ স্কুলের এক শিক্ষকের নজরে পড়লো তা। বলা নেই কওয়া নেই, বেত নিয়ে এসে সহপাঠি ছেলেটিকে ডেকে সপাসপ বেত মারা শুরু করলেন তিনি।
“বৃষ্টির দিনেও তোর ফাজলামী যায় না, ওকে ঠেলে কাদায় ফেললি!”
কিছু বুঝার বা বলার আগেই এমনি করে বেতের কয়েক ঘা হজম করতে হলো ছেলেটিকে। কাদায় পড়া ছেলেটি দৌড়ে এসে ঘটনা খুলে বলার পর বিব্রতকর অবস্থায় পড়লেন সেই করিৎকর্মা শিক্ষক। পরে আর কোনদিন কিছু না বুঝে অমন শাস্তি প্রদানের উদ্যোগ সেই শিক্ষক নিয়েছিলেন কিনা জানা নেই।
এ গল্পটি আমাদের ক্লাসে বলেছিলেন স্কুলের প্রধানশিক্ষক।
আমরা অনেকেই এমন করে কোন কোন সময় ভুল করে ভুল বিচারে অন্যকে কষ্ট দেই। আবার বুঝতে পেরে নিজেও কষ্ট পাই।
আসুন এবার এই ছবিটিকে একটু বড় করে দেখি, দেখি ডিটেইল।
কি দেখলাম? হাসোজ্জ্বল যুগল, ও তাদের ভালবাসার সন্তান। নয় কি? অনেকে আরো কিছু ভাবতে পারেন হয়তো।
আপাত দৃষ্টিতে আমরা যা ভাবি, অনেক সময় তা না হয়ে অন্য কিছুও হতে পারে। এই ছবিটা একটা উদাহরণ মাত্র। আমাদের ভাবনায় এমন অনেক কিছুই থাকে, যা বাস্তবতায় ভিন্ন। যে কোন মানুষ নিয়ে আমরা একটা নিজস্ব বিশ্লেষণ বা বিশেষণ দাঁড় করিয়ে ফেলি, বাস্তবে তা নাও হতে পারে, হয়তো অনেক পজিটিভ বা নেগেটিভ।
তাই কোন কিছু দেখে ভাসা ভাসা ভাবনায় কোন সিদ্ধান্ত না নিয়ে, তার গভীরে খতিয়ে দেখে নেওয়াটা উচিৎ নয় কি?
[ছবিটির উৎস জানা নেই, একজন ইনবক্সে পাঠিয়েছিলেন।]
০৮ ই জুন, ২০১৮ রাত ৩:৫৮
জহিরুল ইসলাম সেতু বলেছেন: অস্থিরতাই আমাদের অসুখী করে তোলে। অস্থির চিত্তে ভাবনার গভীরে প্রবেশ করা সুকঠিন। সে জন্যই ভুল ভ্রান্তিরও যথেষ্ট অবকাশ থেকে যায়।
আপনার সাথে সহমত পোষণ করি। মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই অর্থনীতিবিদ ভাই।
জগতে স্থিরতা আসুক, সকলে সুখী হোক।
২| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: আমাদের চিন্তা-ভাবনায় অনেক কিছুতে দৃষ্টি ভ্রম হয়।
০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৫১
জহিরুল ইসলাম সেতু বলেছেন: জগতটাই কুহেলিকায় আচ্ছন্ন, আর ভ্রান্তি-ভ্রম নিয়েই তো আমরা মানুষ। নিজেকে যতোটা আলোকিত করতে পারি, ততোই ভ্রমমুক্ত হতে পারবো।
ধন্যবাদ জানাই শাহরিয়ার কবীর ভাই।
৩| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: দেখার মত যথেষ্ট চোখ আমাদের নেই
০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৪
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভাবনার দুয়ার খুলে দিলে আমাদের চোখ এমনিতেই খুলে যাবে। দিশেহারা হবেন না রাজপুত্র ভাই, জ্ঞানের আলো আমাদের দিশা দেখাবে। শুভেচ্ছা রইল।
৪| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
রাজীব নুর বলেছেন: ছবিটা মন দিয়ে দেখলাম।
খুব সুন্দর।
০৯ ই জুন, ২০১৮ রাত ১২:০৬
জহিরুল ইসলাম সেতু বলেছেন: জী ভাই, খুব সুন্দর।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৮ রাত ৩:৩৭
অর্থনীতিবিদ বলেছেন: অবশ্যই উচিৎ। কিন্তু দুঃখজনক হলো খতিয়ে দেখার মতো মানুষের এখন খুব অভাব। অধিকাংশরাই উপর থেকে যা দেখে সেটাকেই সত্য বলে ধরে নেয়।