নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারণ একজন মানুষ। প্রবলভাবে আশাবাদী। স্বপ্ন দেখি শান্তিময় সমৃদ্ধ পৃথিবীর।

জহিরুল ইসলাম সেতু

আলোর দিশারী

জহিরুল ইসলাম সেতু › বিস্তারিত পোস্টঃ

শিল্পী সুশান্ত কুমার অধিকারীর সৃষ্টিতে বাংলার চিরায়ত নারীরূপঃ বনলতা

১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:১৮

রাজধানী ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের পঞ্চম তলায় আর্ট গ্যালারীতে চলছে শিল্পী সুশান্ত কুমার অধিকারীর চিত্র প্রদর্শনী। “বনলতা” শীর্ষক এ প্রদর্শনীতে শিল্পীর মোট ৩৭টি শিল্পকর্ম স্থান পেয়েছে। ৯ জুলাই’১৮তে এ প্রদর্শনী শুরু হয়েছে, শেষ হবে ১৫ জুলাই’১৮। প্রতিদিন দর্শকদের জন্য উন্মুক্ত থাকে বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত।



বাংলার চিরায়ত নারীরূপকে শিল্পী তুলে ধরেছেন চমৎকার সৌকর্যে। যেখানে বনলতা এসেছে প্রতিনিধি হয়ে। সাথে আছেন আরো অনেকে, হৈমন্তী, কৃষ্ণকলী, চারুলতা, সুনয়না, লাবন্য, নার্গিস, শ্যামলী অনেকে। সাহিত্যিকদের লেখনীতে গড়া বিভিন্ন নারী চরিত্রকে শিল্পী সুশান্ত মূর্ত করেছেন তাঁর রঙ তুলির সুনিপুণ আঁচড়ে। আবার সাওতাল রমনী বরেন্দ্রীও এসেছেন নিগুঢ় মমতায়। চিত্রা পাড়ের মোনালিসাও বাদ পড়েননি শিল্পীর অনুপম শিল্পের ছোঁয়া থেকে। এছাড়া শিল্পী নিজেকেও উপস্থাপন করেছেন সাবলীল রসাত্মবোধে। শিল্পামোদি দর্শকদের মুগ্ধ করবে এ প্রদর্শনী।















সমাপনীর দিনেও হবে শিল্পীর শিল্পকর্মের উপর আলোচনা, ১৫ জুলাই সন্ধ্যে ছ'টা থেকে, চলবে রাত আটটা অবধি। উৎসুক দর্শক চলে আসতে পারেন এ সময়েও, সকলের জন্য উন্মুক্ত।

প্রদর্শনীর রিভিউঃ
শিল্পী সুশান্ত কুমার অধিকারীর সৃষ্টিতে চিরায়ত বাংলার আধুনিক নারীরূপঃ বনলতা ও অনেকে (১ম পর্ব)
শিল্পী সুশান্ত কুমার অধিকারীর সৃষ্টিতে চিরায়ত বাংলার আধুনিক নারীরূপঃ বনলতা ও অনেকে (২য় পর্ব)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:

মনে হচ্ছে, গুণী শিল্পী

১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৬:১০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: জী চাঁদগাজী ভাই, অনেক গুণী শিল্পী। নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুরদের সুযোগ্য উত্তরসুরী। বাংলার শিল্প-সংস্কৃতির ঐতিহ্যকে প্রাণে ধারণ করেছেন আধুনিক ভাবনায়।
অনেক গুণে গুণান্বিত তিনি। অসাধারণ খোল (ঢোলক) বাঁজান, সুমধুর গান গেয়ে মুগ্ধ করেন। বন্ধু বাৎসল অমায়িক মানুষ। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যকলা বিভাগের ছাত্রদের শেখান প্রফেসর ড. সুশান্ত কুমার অধিকারী।

২| ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৬:০০

সনেট কবি বলেছেন: ভাললাগল।

১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৬:০৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: অনেক ধন্যবাদ সনেট কবি ভাই। সম্ভব হলে প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে আসেন, আমিও আসবো। দেখা হবে।

৩| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: বাহ!!!!

খুব সুন্দর।

১৪ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। প্রদর্শনীতে ঝুলানো ছবিগুলো দেখতে আরো সুন্দর। আজ বা কাল একবার ঘুরে দেখে আসতে পারেন।
১৫ জুলাই রবিবার বনলতা কে ঘিরে সন্ধ্যা ৬ টায় বনলতা কে ঘিরে জমজমাট আড্ডা হবে বিশ্ব সাহিত্য কেন্দ্রে।

৪| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০

আমিন রবিন বলেছেন: ছবির চরিত্রগুলোর চওড়া কাঁধ এবং বাহুর গড়ন, টিকালো নাক আর নীল বা ধূসর চোখ কিন্তু চিরায়ত বাঙ্গালী নারীকে রিপ্রেজেন্ট করছেনা!

১৪ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই।
শিল্প কর্মগুলো দেখে তো আমার তাই মনে হলো। আমিন রবিন ভাই, আপনার কি অন্য রকম মনে হচ্ছে? কেমন, ব্যাখ্যা পেলে বাধিত হবো।
১৫ তারিখ সন্ধ্যায় প্রাণবন্ত আড্ডা হবে শিল্পীর উপস্থিতিতে, আপনি যোগ দিতে পারেন সেখানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.