![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা দেশে চলছে বিএনপির ডাকা অনিদিষ্ট কালের অবরোধ।এই অবরোধে অনেকে অনেক ধরনের গাড়ী পোড়াচ্ছেন। তবে রাস্তা ঘাটে যাত্রী বাহী বাস না পুড়িয়ে যদি প্রাইভেট কার গুলো পুড়ানো হতো তাহলো সবাই মনে হয় একটু বেশীই খুশি হত। কারন প্রাইভেট কারের মালিকরা তো আর এক টাকা বা দুই টাকার লোক না। তারা হাজার হাজার কোটি টাকার মালিক। তাদের দুই একটা গাড়ী পুড়লে কিচ্ছু আসে যাবেনা। সব সালারা অবৈধ টাকা দিয়ে গাড়ী বাড়ী করেছে। তাই পিকিটাদের কাছে আবেদন তারা যেন বাস না পুড়ে প্রাইভেট গাড়ীগুলো পুড়ে।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫
কানাই স্যার বলেছেন: আপনার পরামর্শ প্রাইভেট কার পুড়ানো, কথাটা একদম সত্যি না। প্রাইভেট কারের অনেক মালিক আছেন যারা নিজের জীবনের ঘামের পানি করা টাকায় প্রাইভেট কার কিনেছেন। সব প্রাইভেট কার মালিক যে চোর আপনি কিভাবে বুঝেন? ছি:
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫
রহস্৪২০ বলেছেন:
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৭
ঢাকাবাসী বলেছেন: এক ধরণের জেলাসির বহিঃপ্রকাশ! সব গাড়ীর মালিকরা কোটি পতি নয়।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৯
আহলান বলেছেন: আপনি যদি কখনো এমন গাড়ির মালিক হন, তখন যেনো এমন কান্ডটি ঘটে .... তখন বুঝবেন কত মজা (!) লাগবে .... (আল্লাহ হেফাজত করুন)
পরের জন্য খারাপ কিছু কামনা করা সুস্থ্য কোন মানুষের লক্ষণ নয় ...
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
মাসুদুর রহমান রানা বলেছেন: পিকেটার ভাইদের বলছি ........ যদি পুড়তেই হয়, যে গাড়ীতে আপনাদের মা, বাবা, আত্নীয় স্বজন রা চলাফেরা করেন ঔই গুলা পুড়েন। তাহলে হয়ত আপনাদের বোধদয় হবে, অন্য গাড়ীগুলোতে ও কারো না কারো মা, বাবা, আত্নীয় স্বজনরা থাকেন।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
ভাঙ্গা হৃদয় বলেছেন: পুড়লে মন্ত্রী মিনিস্টারদের গাড়ী পুড়ান। দেশে এই আকামের পাবলিক অনেক হইয়া গেছে দু চারটা কমলে আপনার আমার সর্বোপরি দেশের লাভ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৪
দধীচি বলেছেন: ভাই ভালই বলছেন। চমৎকার আইডিয়া