নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিত১২বেস্ট

জিত১২বেস্ট › বিস্তারিত পোস্টঃ

স্যালুট বাংলাদেশ RAB কে

০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১:০৩

আমি একটা এজেন্সীতে চাকুরী করে । আমি আবার যেখানে কাজ করি তারা আবার মহিলা লাইসেন্স প্রাপ্ত। আমাদের এখান থেকে দুবাই, জর্ডান, লেবানন, কাতার, ওমান সহ বিভিন্ন দেশে মহিলা গৃহকমী প্রেরন করা হয়। মহিলাদেরকে ফ্রি পাঠানো হয়। তবে দুঃখের বিষয় মহিলাদের পাঠালে তাদের আর কোন খবর থাকেনা। অর্থ্যাৎ মহিলাদেরকে পাঠানো হলে তারা কোন অসুবিধার সম্মুখিন হলে কিংবা কোন বিপদে পড়লে যদি ঐই অফিসে যোগাযোগ করে কিংবা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বু্রোতে ঐই রিক্রুটিং অফিসের বিরুদ্ধে অভিযোগ করে তাহলে ও ওই মহিলারা কোন ন্যায় বিচার পায়না । উল্টো হেনস্তার শিকার হয়। সকল রিক্রুটিং এজেন্সীকে নিয়ন্ত্রন করে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বু্রো অর্থ্যাৎ বিএমইটি। এই বিএমইটিতে অনেক মহিলারা কোন লাইসেন্স এর বিরুদ্ধে কোন সুদির্নিষ্ট অভিযোগ করলে বিএমইটি ঐই লাইসেন্সকে নোটিশ প্রদান করে । এখানে শেষ এর পর শুরু হয় ভাগভাটোয়ারা। অর্থ্যাৎ অভিযোগ এর নোটিশ পাওয়ার পর উক্ত লাইসেন্স এর মালিকপক্ষ ব্যুরোর উর্ধতন কর্মকর্তার সাথে ভাগাভাগি করে অভিযোগ নিষ্পত্তি করে ফেলে মাঝখানে অভিযোগকারীনি আর কোন বিচারই পায়না। এই রকম অনেক ঘটনা আছে। তবে মহিলা রিক্রুটিং লাইসেন্স ধারী সবাই খারাপ না হাতে গনা ০২-০৩টি লাইসেন্স এই সকল খারাপ কাজের সাথে জড়িত। ইদানিং RAB ঢাকার ফকিরাপুলে বিভিন্ন মহিলা এজেন্সীতে ধড়পাকড় করছে তাতে অনেক আদম পাচাড়কারী ও ধরা খাচ্ছে। এটা অনেকটা সুখবর তবে কথা ঐই যে মূল হোতারা অর্থ্যাৎ যারা খারাপ কাজ গুলো করে থাকে তারা আড়ালো যেন রয়ে না যায়। তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেয়া হোক। তাদেরকে জেল জরিমানা করা হোক। তাই বাংলাদেশ RAB এর অভিযান চলছে তা যেন অব্যাহত থাকে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:০৭

ডার্ক ম্যান বলেছেন: আপনি যে এজেন্সিতে চাকরি করেন তারা যদি কোন অপরাধ করে থাকে তবে আপনার উচিত পুলিশকে ইনফরম করা

২| ০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

কাক ??? বলেছেন: ডার্ক ম্যান... thik bolechen.

৩| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৭

জিত১২বেস্ট বলেছেন: আরে পুলিশ হচ্ছে আরেক মাডারচোড, পল্টন থানার এসআইরা এসে এসে টাকা নিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.