নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

...

পাখির মতো মন

...

পাখির মতো মন › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে আমজনতার আম মেলার আয়োজন

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৩

বাংলাদেশে এই প্রথম ফেসবুকে ‘আমজনতার আম মেলা’ নামে আয়োজন করা হয়েছে ১০০% কেমিক্যালমুক্ত আম মেলার। ফেসবুকে এই মেলার আয়োজন করছে সংসারবিডি.কম নামের একটি অনলাইন মেগা শোপ। মাসব্যাপি এ মেলায় পাওয়া যাবে ৫০ প্রজাতির আম। মেলার মাধ্যমে ফেসবুকে বসেই দেশের যে কোন স্থান থেকে কেনাকাটা করা যাবে সরাসরি রাজশাহী ও চাপাইনবাবঞ্জের বাগানের কেমিক্যালমুক্ত আম। আর প্রবাসি বাঙ্গালীসহ যে কেউ আম কিনে উপহার দিতে পারবে দেশে কোন আত্মীয়কে। ফ্রি পৌঁছে দেওয়ার দায়িত্ব সংসারবিডি.কম-এর।

১২ জুন, ২০১৩ আমজনতার আম মেলা’র শুভ উদ্ভোধন ঘোষনা করেন সংসারবিডি.কম-এর ব্যবস্থাপনা পরিচালক তাসনিয়া তাহ্সিন তিষা। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সেলস এক্সিউটিভ জোবায়ের ইসলাম, এক্সিউটিভ কোয়ালিটি কন্ট্রল তাসনুভা তাহ্সিন ও সংসারবিডির শুভাকাঙ্খীরা। উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাসনিয়া তাহ্সিন তিষা বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের ৮০ ভাগ লোকেরই প্রিয় ফল আম। যতো প্রকারের আম এ দেশে হয় এতো বৈচিত্র আর কোন ফলে হয় না। আমাদের আম মেলার উদ্দেশ্য শুধু আম বিক্রয় করা নয়। আমের এ বৈচিত্র সবার সামনে তুলে ধরা। আর এই উদ্দেশ্য সম্পূর্ণ ভাবে সফল করা সম্ভব ফেসবুকের মাধ্যমেই। তাই আমজনতার আম মেলার আয়োজন করা হয়েছে ফেসবুকে।’ মেলায় পাওয়া যাচ্ছে হিম সাগর, নেংরা, রাণী পছন্দ, জামাইভুলানি, কনেচাহনি, গোপাল ভোগ, আ¤্রপলী, হাড়িভাঙ্গা, লক্ষণভোগ, রাজভোগ, ক্ষীরসাপাতা, মিশ্রিদানা, চিনিবাতাসা, মধুকলকলি, সুরমা ফজলী, নাগ ফজলী ও ফজলীসহ ৫০ প্রজাতীর আম। উল্লেখ্যÑ দাম বাজারের তুলনায় কম, আছে আম খেয়ে দাম দেয়ার সুযোগ। ফোনে অর্ডার করতে: ০১৯১৪ ৭০২৩১২। ক্লিক করুন: facebook.com/sangsarbd পৌঁছে যাবে আপনার ঠিকানায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.