নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

...

পাখির মতো মন

...

পাখির মতো মন › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কুইজ অ্যাপ ও পুরষ্কার জেতার সুযোগ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪

সারাবিশ্বের মতো বাংলাদেশও ক্রিকেট জ্বরে আক্রান্ত। আর সেই জ্বর আরো একটু বাড়িয়ে দিতে ডাটা সফট সিস্টেম বিডি লি. এনেছে বাংলাক্রিক (banglacric) নামে নতুন একটি কুইজ অ্যাপ। অ্যাপটিতে আছে বাংলাদেশের সব খেলার সময়সূচী। শুধু তাই নয়, বাংলাক্রিক অ্যাপটি ডাউনলোড করলে অ্যাপটিই দেবে খেলা সময় পূর্বসংকেত। আছে বাংলাদেশের বিশ্বকাপ মিশনের ইতিহাস, ম্যাচ সংক্রান্ত নানাবিধ তথ্য, বিশ্বকাপে বাংলাদেশের অজর্ন এবং খেলোয়ার ও দলের সর্বশেষ র্যা ঙ্কিংও।
ডাটা সফট কতৃপক্ষ জানান, বাংলাদেশের দলের খেলা শুরুর সময় অ্যাপে আসবে কুইজ প্রশ্ন। আর এসব কুইজের সঠিক উত্তরতাদের মধ্যে থেকে প্রতি খেলায় তিনজন বিজয়ী পাবেন যথাক্রমে পাওয়ার ব্যাংক, ১৬জিবি ম্যামরিকার্ড ও হেডফোন এবং সর্বোচ্চ সিরিজ বিজয়ী পাবেন স্যামসং স্মার্ট ফোন, পাওয়ার ব্যাংক ও স্পিকার পুরস্কার। প্রবাসিরা বিজয়ী হলে তাদের দেয়া হবে পুরষ্কার সমমূল্যের ক্রেডিট যা দিয়ে তারা বইপোকা (boipoka ডাউনলোড link: http://goo.gl/oS7zNe) থেকে বই কেনার সুযোগ। অ্যাপটি সাইজ ১.৬ মেগাবাইট। যা খুব সহজেই ডাউনলোড করা যাবে যেকোনো অ্যানড্রয়েড মোবাইল ফোনে। মূলত বাংলাদেশী ক্রিকেটপ্রেমী সমর্থকদের উৎসাহ দিতেই এ আয়োজন। অ্যাপটির ডাউনলোড লিংক: http://goo.gl/L1ic5T


মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.