![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষয়টি বেশ চমকপ্রদই বটে! নির্বাচিত নদী বিষয়ক কবিতার আবৃত্তির অ্যালবাম ‘নদী বাঁচাও’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করে প্রকাশ করা হয়েছে। কুটুমবাড়ি, কাকুর কিচেন ও আবাসন নিউজ ডটকমের সহযোগীতায় নাজমুল আহসানের আবৃত্তি করা নদী বিষয়ক এ অ্যালবামে মোট ১৮টি কবিতা ঠাঁই পেয়েছে। যেখানে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের ‘কপোতাক্ষ নদ’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নদী’, ‘আমাদের ছোট নদী’ ও ‘ইচ্ছামতী’, আবুল কাশেমের ‘এ শহর এখন’, রোজিনা ইসলামের ‘সেই নদীটি’, রকিবুল হাসানের ‘গড়াই নদী’, জীবনানন্দ দাশের ‘নদী’, আবার আসিব ফিরে’ ও ‘অনেক নদীর জল’, জিনাত ইসলামের ‘ইছামতি’, অনিকেত রাজেশের ‘সুরমার জল’, আহসান হাবীবের ‘আমি’, বুদ্ধদেব বসুর ‘নদী স্বপ্ন’, মোহন রায়হানের ‘যমুনা পাড়ের মেয়ে’, নীপবীথির ‘নদী ও আমি’, আবুল কাশেমের ‘কী কথা প্রধান হয়ে ওঠে’ এবং শুভেন্দু ধারার ‘নদী’ বিষয়ক কবিতাগুলো রয়েছে। নিয়াজ মোহাম্মদ তারিকের গ্রন্থণায় অ্যালবামটিতে ধারাবর্ণনা করেছেন শায়লা নাসির কেয়া। অ্যালবামটিতে গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী মহলানবীশ। অ্যালবামটির আবহ সঙ্গীত ও সম্পাদনা করেছেন শাহরিয়ার আহমেদ কাজল। অ্যালবামটির কাভারে ব্যবহার করা হয়েছে নদী সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। সেটি হলো ‘কোনো প্রভাবশালী ব্যক্তি আমাদের নদী ও জলাশয়গুলো ধ্বংস করছে, তা আপনাদের দেখতে হবে এবং তারা যে-ই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।'
অ্যালবামটি রকমারি ডটকমসহ বাজারে পাওয়া যাচ্ছে।
©somewhere in net ltd.