নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফা-আরফানের আব্বু

যুবায়ের আহমেদ

স্বপ্ন দেখতে ভালোবাসি তাই স্বপ্ন নিয়েই এগিয়ে চলছি আগামীর পথে

যুবায়ের আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ফিরে আয় একটি বার

২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

তুই না থাকাটা, অনেক কষ্ট দিচ্ছে আমাকে
তুই ভাবতেও পারবিনা
কতটা যন্ত্রনায় কাটছে দিন

অভিমান অভিযোগ নেই কোন
তুলবো না পুরনো কথা,
সব ভুলে ফিরে আয় একটি বার

তোকে বুঝতে না পারাটা আমার বড় ভুল ছিল
যার কারনে অনুশোচনার আগুনে পুড়ছি আমি
ভুলে যা না সবকিছু, ডাকছি তোকে
ফিরে আয় একটি বার


(কবিতা নয়, মনের কথা)


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২০

পলাশমিঞা বলেছেন: কবিতা-টবিতা এখন আর পড়তে অথবা লিখতে ভালো লাগে না। না লাগার কারণ, কাল্পনিক বিষয় বুঝি না।

সমস্যা হলো মনের কথাই কবিতা।
অনেকদিন পর একটা কবিতা পড়লাম।

দোয়া করি সে যেন সব ভুলে ফিরে আসে। সবাই নিজের ভুল দেখে না বা বুঝে না যারা বুঝে তারা শুদ্ধ।
শুভ কামনা।

২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৫

যুবায়ের আহমেদ বলেছেন: শুদ্ধ কবিতার চর্চা করতে আমারো ভালো লাগে না, যা লেখেছি, এমন করে লেখতে পারি মন চাইলে, আশাবাদী মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে

২| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৫

পলাশমিঞা বলেছেন: আপনিও হয়তো আমার মত কবিতার বাজারে যান না। আসলে দূরত্ব বজায় রাখা ভালো, নতুন কবিদের কবিতা পড়লে কবিতাঙ্ক হবে। ভাব শব্দের অর্থ ভুলে যাবেন।

কবিতা হলো মনের অব্যক্ত ভাব। কেউ ব্যক্ত করতে পারে কেউ পারে না। যারা চেষ্টা করে ওরা কবি হয়। আর যারা ব্যক্ত করতে পারে ওরা সাধক হয়।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৪

আহমেদ জী এস বলেছেন: Jobayer Ahmed ,




কেউ কেউ এভাবে বুঝতে না পেরে বড় ভুল করে ফেলে । আর তা থেকে যন্ত্রনায় কাটায় দিন, মিছেমিছি ।
আপনার মনের কথায় তারই আভাস ।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০৮

ধ্রুবক আলো বলেছেন: আশা করি ফিরে আসবে..,,

৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

যুবায়ের আহমেদ বলেছেন: তাই যেন হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.