নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাধূলাকে প্রচন্ড ভালোবাসি বলে কাজের পাশাপাশি সারাদিন খেলাধূলা নিয়ে লেখেই সময় পাড় করি। ভালো কিছু করার প্রত্যয়ে crickball.com নামে একটি খেলাধূলা বিষয়ক নিউজ পোর্টাল করেছি, যা বাংলাদেশের আনাচে কানাচের সব খেলাধূলার খবর প্রকাশ, তথ্য প্রদান এবং আলোচনায় মত্ত থাকবে সবসময়।
জানি, সফলতার পথ অনেকদূর, তবে চেষ্টার কমতি থাকবে কেন?
সবার দোয়া চাই
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২১
যুবায়ের আহমেদ বলেছেন: ধন্যবাদ, আসলে ক্রিকেটের ক্রিক এবং ফুটবল এর বল, দুটো মিলিয়ে কিক্রবল (crickball) রেখেছি, অন্য নাম পছন্দের তালিকায় ছিল তবে ক্রিকবল নামটাই পছন্দের শীর্ষে ছিল
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
নূর আলম হিরণ বলেছেন: সত্যিকারে একটা ভালো উদ্যোগ। তবে সব খেলাধূলার খবর আলোচনা থাকবে তাই নামটা cricball না হয়ে অন্যকিছু হতে পারতো।