![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কম্পিউটার অপারেটিং আমার বর্তমান পেশা। আছি ১০ বৎসর যাবত। তাই স্বাভাবিক ভাবেই বাংলার সাথে আমার বসবাস। সারাদিনই আমার লেখালেখিতে থাকতে হয়, কাজের প্রয়োজনে এবং নিজের ভালো লাগার তাগিদে। চেষ্টা করি বাংলার শুদ্ধ চর্চা করতে। বানানের ভুলগুলো শুধরাতে চেষ্টা করি প্রতিনিয়ত। তরুণ প্রজন্মের অধিকাংশরাই যেখানে বাংলায় দ্রুত টাইপ করতে পারে না, ইংরেজিটা তাদের বেশি চলে সেখানে চোখ বন্ধ করেও অনবরত বাংলায় কাজ করি সবসময়।
জন্মেছি বাংলায়, মুখের ভাষাও বাংলা। রুটি রুজির মাধ্যমটাও বাংলা। ভালো লাগার জায়গা থেকে লেখালেখিটাও বাংলায় করি, আর কি চাই?
©somewhere in net ltd.