নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামে থাকাবস্থায় শীতের দিনে ওরশ ও মাহফিল শুনার জন্য অন্য গ্রামে যেতাম নিয়মিত। মধ্যরাতে কিংবা শেষ রাতে বাড়ীতে ফেরার পথে অতিরিক্ত কুয়াশার কারনে রাস্তাঘাট ভালো ভাবে না দেখার কারনে প্রায়শ অনেকেই পথভোলা হয়ে (ভেবোলা) নিজের বাড়ী/গ্রামে ফেরার বদলে অন্য গ্রামে সহ দূরদূরান্তে চলে যাওয়ার ঘটনা এখনো গ্রামে অহরহ ঘটে। আমি নিজেও দুএকবার এমন ঘটনার শিকার হয়েছি।
আজ রাত ৯টার সময় বাসার প্রয়োজনীয় কিছু ক্রয়ের জন্য বাসা থেকে বের হওয়ার পর এক দোকানে না পাওয়ায় এবং আরেক দোকানে দামে না মেলায় হাটতে হাটতে মাশাল্লাহ পুরো এলাকা টহল দিয়ে ফেলেছি। থানা হিসেবেও কোতোয়ালী-বাকলিয়ার অনেকাংশ ঘুরে ফেলেছি। পথভোলা না হলেও সংসারের প্রয়োজনে হুশ ঠিক থাকাবস্থায় বেহুশের মতো কাজ কর্ম করতে হয়।
এটাতো সামান্য উদাহরণ মাত্র, সংসারের চিপায় একা যে পড়েছে, সে-ই জানে, সংসারের কি জ্বালা.................
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবে তো শুরু। তবে জামাই বউ আর টাকা ঠিক থাকলে আসলেই জীবন সুন্দর...
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: এই জ্বালায় এখনও পড়ি নাই তবে না পড়লে তো দিল্লিকা লাড্ডু মিস হয়ে যাবে
০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪২
যুবায়ের আহমেদ বলেছেন: তাড়াতাড়ি করে ফেলে এলিট ক্লাবের সদস্য হয়ে যান
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮
টুনটুনি০৪ বলেছেন: তারপরো সঙসার ছাড়া চলেনা বলে সবাই সংসার করে।
০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪১
যুবায়ের আহমেদ বলেছেন: হ্যাঁ, এটা ছাড়া চলেও না
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫০
ওমেরা বলেছেন: জ্বালা যেমন আছে মজা ও নিশ্চয় আছে, তানা হলে মানুষ সংসার করে কেন !!