নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফা-আরফানের আব্বু

যুবায়ের আহমেদ

স্বপ্ন দেখতে ভালোবাসি তাই স্বপ্ন নিয়েই এগিয়ে চলছি আগামীর পথে

যুবায়ের আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অমর একুশে বইমেলা ২০১৯ এ প্রকাশিত হয়েছে "আমি বৃদ্ধ হতে চাই না"

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৩



আমার লেখা সমাজধর্মী গল্প "আমি বৃদ্ধ হতে চাই না" চিলড্রেনস পাবলিকেশন এর ব্যানারে অমর একুশে বইমেলা ২০১৯ এ প্রকাশিত হয়েছে, পাওয়া যাচ্ছে চিলড্রেন্স পাবলিকেশন এর ৭১৭নং স্টলে

গল্পের মূল বিষয়বস্তু-
একজন পিতা কায়িক পরিশ্রম করেন নিজের পরিবার ও সন্তানদের জন্য। একসময় ছেলেদের বিয়ে করিয়ে ঘরে পুত্রবধূ আনেন, দুই পুত্রবধূ একে অপরের সাথে মিলে মিশে চলতে না পারা এবং পিতা-মাতার বার্ধক্যে তাদের প্রয়োজনীয় সেবাযত্ম না করা, উল্টো নিজেরাও ভালো থাকতে না পারা এবং অযত্মে অবহেলায় মৃতু্বরণ করার বিষয়টি গ্রাম্য প্রক্ষাপটে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

একজন পুরুষ মানুষ নিজ হাতে গড়া সাম্রাজ্যে এক সময় পরবাসী হয়ে যান, বার্ধক্যে উপনীত হওয়ার পর বিছানায় পড়ে গেলে, তিনি হয়ে যান বোঝা এবং তিলতিল করে গড়ে তোলা সংসারের একতা আর ধরে রাখতে পারেন না, যাদের জন্য সবকিছু করেছেন তাদের দ্বারাই অবহেলার শিকার হতে হয়।

বৃদ্ধ হওয়া বাস্তবতা হলেও প্রতিটি সন্তান তার পিতা-মাতার বার্ধক্যে তাদের প্রতি সঠিক ভাবে দায়িত্ব পালন করবে এবং নিজেরা ভালো থাকবে, এমনটা কাম্য হলেও গল্পের মূল চরিত্র হাছন আলী-আমেনা বেগমের বার্ধক্যে সন্তানদের থেকে সেবাযত্ম পাননি এবং সন্তানরাও মিলে মিশে ভালো থাকতে পারেনি, এর মাঝেই মৃত্যু হয় হাছন আলীর-আমেনা বেগমের।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: সমাজধর্মী গল্প।
যদি আর দুই একলাইন বলতে তাহলে ভালো হতো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

যুবায়ের আহমেদ বলেছেন: উল্লেখ করেছি, অনেক ধন্যবাদ আপনাকে

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩

শায়মা বলেছেন: আমিও চাইনা ভাইয়া!

তাই এই বইটা তো আমার লাগবে! :)

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৯

যুবায়ের আহমেদ বলেছেন: আপনি কেন চাননা তা জানি না, তবে আমার গল্পে বার্ধক্যে পুত্র-পুত্রবধূদের অবহেলা, অযত্মের কারনে যদি বিছানায় পড়ে মৃতু্বরণ করতে হয়, তাহলে সৃষ্টিকর্তা যেন এমন পরিণতির আগেই তার কাছে নিয়ে নেন, সে আকুতি থেকেই গল্পের এমন নামাকরণ, চিলড্রেন্স পাবলিকেশনস এর ৭১৭স্টলে পাওয়া যাবে, সংগ্রহ করতে পারেন, ভালো লাগবে আশা করি, আমার প্রথম বই, চেষ্টা করেছি কিছু বলতে, বাকিটা পাঠকদের হাতে

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪

মাহের ইসলাম বলেছেন: অভিনন্দন।
শুভ কামনা রইল।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৪

করুণাধারা বলেছেন: গল্পের মাধ্যমে আপনি একটা বার্তা দিতে চেয়েছেন, সেই বার্তা যেন সবার কাছে পৌঁছে যায়, এই শুভকামনা রইল।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: উল্লেখ করেছি, অনেক ধন্যবাদ আপনাকে

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.