নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফা-আরফানের আব্বু

যুবায়ের আহমেদ

স্বপ্ন দেখতে ভালোবাসি তাই স্বপ্ন নিয়েই এগিয়ে চলছি আগামীর পথে

যুবায়ের আহমেদ › বিস্তারিত পোস্টঃ

“আমি বৃদ্ধ হতে চাই না”

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৯



ছবিতে বাম দিক থেকে মাইসুমা সুলতানা, সহকারী জজ, নেত্রকোনা, রিদওয়ান এইচ শাকিল, এডভোকেট, চট্টগ্রাম, জজকোর্ট এবং এডভোকেট নেওয়াজ শরীফ নিশান, ভ্যাট কর্মকর্তা, হালিশহর সার্কেল, চট্টগ্রাম। সবার হাতে “আমি বৃদ্ধ হতে চাই না”। আমার জন্য এটি বিশাল অর্জন, ভালোবাসা ও কৃতজ্ঞতা সবার প্রতি।

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্যের শেষ নেই। কিন্তু সাংসারিক বাস্তবতায় তা সঠিক ভাবে পালনে নানা প্রকার বাধা আসে, মা-বাবার ছেলের পরিচয়ের পাশাপাশি যখন সন্তান নিজেই বাবা হয়, কারো স্বামী হয়, তখন সবকিছু সামলে এবং পরিস্থিতি মোকাবেলা করে মা-বাবার প্রতি সঠিক ও প্রয়োজনীয় দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ে, আর একাধিক ভাই থাকলে,, সে এটা করবে, আরেকজন ওটা করবে, সে করে না, আমিও পারবো না, এমন রেশারেশিতে কষ্ট পায় বৃদ্ধ মা বাবা, সে সময় সন্তানরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারলেই বৃদ্ধ মা-বাবার পরিণতি হয় ভয়াবহ, যা আমাদের সমাজের নিয়মিত চিত্র.........

এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে “আমি বৃদ্ধ হতে চাই না”, যা প্রত্যেকটি মানুষের হৃদয়কে নাড়া দেবে বলেই আমি মনে করি এবং একজন সন্তান চাইলেই সে পরিস্থিতিতে নিজেকে পিতা মাতার প্রতি উজার করে দিয়ে পিতা-মাতার বার্ধক্যের সময়টাকে সুখী করতে পারে.......

প্রয়োজন সন্তানের নিজের পরিবারকেও পিতা-মাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে আগ্রহী করে তোলার, সে ভাবে সবকিছু তৈরী করার, একদিন নিজেরও এমন পরিণতি হতে পারে, সে বিষয়টাকে মাথায় রেখে সবকিছু করার, আর মহান আল্লাহ তায়ালা কর্তৃক মা-বাবার প্রতি দায়িত্ব পালনে যে যে আবশ্যিক বিধান ও দায়িত্ব পালনে ব্যর্থতায় যে পরিণতির কথা বলা হয়েছে, সেদিকে খেয়াল করলেই পিতা-মাতার প্রতি সঠিক দায়িত্ব এবং তাদের বার্ধক্যে প্রয়োজনীয় কাজগুলো করতে একজন সন্তান কখনোই পিছপা হবে না, তা যেকোন পরিস্থিতিই তৈরী হউক...

“আমি বৃদ্ধ হতে চাই না” গল্পটি একজন সন্তানের, একটি পরিবারের, পরিবারের বৃদ্ধ মা-বাবার, একটি মেয়ে, যে সে পরিবারে স্ত্রী/পুত্রবধুর ভূমিকায় থাকে, গল্পটিতে তারও ভূমিকা অনেক.....

আমার আহ্বান, “আমি বৃদ্ধ হতে চাই না” বইটি সংগ্রহ করুন, পিতা মাতাকে উপহার দিন, সন্তান হিসেবে নিজেও পিতা মাতার প্রতি সঠিক দায়িত্ব পালন করুন, পালনের অঙ্গীকার করুন

জুবায়ের আহমেদ

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৯

বাকপ্রবাস বলেছেন: ভাল লাগল। সব সন্তান যেন পরিবারের সবার প্রতি হকটা আদায় করে।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


আল্লাহ নিশ্চয়ই আপনার বই কবুল করেছেন, তিনি আপনার বই নিজের লাইব্রেরীতে রাখবেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০০

যুবায়ের আহমেদ বলেছেন: আপনার এই মন্তব্যে আমি হ্যাং হয়ে গেছি, সহজ শব্দ'র কথাগুলো মাথায় ঢুকতেছে না, একটু পরিস্কার করে বললে খুশি হবো

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

রাজীব নুর বলেছেন: এটা কি ধর্মীয় বই?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২

যুবায়ের আহমেদ বলেছেন: না, পিতা-মাতার বার্ধক্যে পুত্র-পুত্রবধূদের অবহেলায় মৃত্যু বিষয়েই লেখা

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪১

ইব্‌রাহীম আই কে বলেছেন: আজকাল সন্তান পিতামাতার অবাদ্ধ হওয়ার পিছনে পিতামাতার দায়বদ্ধতাও অনেকাংশে কাজ করতেছে!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯

যুবায়ের আহমেদ বলেছেন: হ্যাঁ, তেমনটাও দেখা যায়, তবে মা বাবার বার্ধক্যে তাদের প্রতি সেবাযত্মে এবং খেয়াল রাখার বিষয়ে কোন আপোষ নেই, বার্ধক্যরে আগেও যে অবহেলা করা যাবে, তা বলছি না, তবে পিতা মাতার প্রতি ধর্মীয় দৃষ্টিতে যে দায়িত্ব আছে, একজন সন্তান তা পালন করলেও মা-বাবা তাদের জীবদ্দশায় একটু সুখে শান্তিতে থাকতে পারে, আজকাল যে যে ঘটনার কথা শুনা যায়, আশা করি তা জানেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.