নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুবায়ের আহমেদ
তোমার একদিনও না থাকার শুণ্যতা শুধু তোমাতেই পূরণ হওয়া সম্ভব, অন্যকিছুতেই নয়।
তুমি একদিন নয়, দুইদিন নয়, গুণে গুণে দুই সপ্তাহের জন্য চোখের আড়াল হচ্ছো ঠিক,
তবে এই জনমে মনের আড়াল হতে পারবে না কখনো।
আমার একলা থাকা ততটাই বেদনার,
যতটা বেদনা নিয়ে সঙ্গী হারিয়ে একলা থাকে পাখি।
বেদনা ছুঁয়ে গেলেও আমার একলা থাকার অভ্যেস আছে।
সেই বারো বছরের শৈশবে,
ঘরের পেছনে তেতুল গাছে ভূতের ভয়ের মাঝেও একলা থেকেছি কত রাত।
আমাবস্যার মধ্যরাতে পাশের গ্রামের গানের আসর থেকে ফিরেও একলা থেকেছি।
তোমাকে অর্জনের আগে,
অসংখ্য ভোরের একলা সকাল হবার দুঃখ আছে।
যতদিন তুমি থাকবে না, একলা থাকাই নিয়তি।
তোমার ফিরে আসার প্রহর গুণে, একলা কাটবে দিন।
সত্যি বলছি, আমার একলা থাকার অভ্যেস আছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১১
যুবায়ের আহমেদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।