নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারে আর কত জ্বালাইবা তুমি
কও তো দেহি,
কতডা বছর অইলো, তোমার লগে আছি,
আজো তোমারে চেনা অইল না,
মাঝে মইধ্যে মনে হয়,
তুমি আমার কত আপন,
তোমারে ছাড়া আমার চাইরপাশডা যেনো আন্ধার লাগে।
আমার মনের এই ভাবনাডারে আমি
বেশিদিন লালন করতাম পারি না,
তোমার ইচ্ছা অনিচ্ছায় দেয়া কষ্টের কারনে,
আমার ভেতরডা পুইড়া অঙ্গার অইয়া যায়,
আমার মনে অয়, আমারে পোড়ানোতেই তোমার সব সুখ।
দুটানায় থাহা আমার এই মন,
তোমার লগে থাহা না থাহার বিষয়ে
একটা সিদ্ধান্ত নিবার চায়,
অয় তুমি পরম মমতায় তোমার বুকে আমারে আগলাই রাখবা,
না হয় মায়ার বাঁধন ছিন্ন কইরা, চির বিদায় দিয়া দিবা
আমারে আর কত জ্বালাইবা তুমি, কও তো দেহি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৯
যুবায়ের আহমেদ বলেছেন: কেমন হলো জানাবেন। ব্লগারদের কড়া সমালোচনা চাই আমি। কিন্তু কেউ সমালোচনা করে না। অবশ্য বঙ্গবন্ধুকে নিয়ে বই সম্পাদনার পর আপনিও মন্তব্য করেছিলেন সম্ভবত। অনেকেই বিভিন্ন মন্তব্য করেছে। আসলে, লেখাতে সমালোচনা কিংবা ত্রুটির বিষয়ে মন্তব্য না পেলে ভালো লাগে না।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৭
নেওয়াজ আলি বলেছেন: খুব খুব সুন্দর লিখেছেন ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৭
যুবায়ের আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: কবি পাঠ করলাম।