নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফা-আরফানের আব্বু

যুবায়ের আহমেদ

স্বপ্ন দেখতে ভালোবাসি তাই স্বপ্ন নিয়েই এগিয়ে চলছি আগামীর পথে

যুবায়ের আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কবিদের মান কিভাবে নির্ধারণ করা হয়

০৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:২৭

ফেইসবুকে বড় কবি, ছোট কবি, মাঝারি কবি, এসব নিয়ে কথার লড়াই লক্ষ্য করছি কদিন ধরে। কবি কিংবা কবিতার মান কিভাবে নির্ধারণ করা হয়, এই বিষয়ে সম্মানিত ব্লগারদের মন্তব্য আশা করছি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:৪৯

খায়রুল আহসান বলেছেন: কবি কিংবা কবিতার মান নির্ধারণ করতে যাওয়াটাই একটা অনাবশ্যক অনুশীলন। যে কবিতা পড়ার পর আপনার হৃদয় কথা বলে ওঠে, কানে অনুরণন হতে থাকে, মনটা কেমন করে, এক বা একাধিক দৃশ্য মনে ভেসে ওঠে এবং সেখানে গেঁথে রয়, সেটাই একটি যথার্থ কবিতা।
ভালো-মন্দ কবিতার কোন মানদণ্ড নেই। কবিতা হলেই সেটা ভালো কবিতা। কতটুকু ভালো, পাঠকভেদে তা অনুমানের ব্যতিক্রম হতেই পারে।

০৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:০৮

যুবায়ের আহমেদ বলেছেন: অনেক সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।

২| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:৫১

সোনাগাজী বলেছেন:



আমার মতামত হলো, আপনি ফেইসবুক জেনারেশনের লোক, আপনার লেখার অবস্হা দেখেন, ইহা কি পোষ্ট? কবি নিয়ে ভাবার আগে, আপনি আপনার পাঠ্য বই পড়েন।

০৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:০৭

যুবায়ের আহমেদ বলেছেন: আমি ভেঙ্গে ভেঙ্গে লেখেছি বলে এই মন্তব্য করলেন। আমাকে আপনার বাচ্চা মনে হয়?। পড়ালেখা বেশি নেই হয়তো, কিন্তু বয়স তো কম হয় নাই। ধন্যবাদ।

৩| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:১১

সোনাগাজী বলেছেন:




বয়স বাড়লেও, পোষ্ট লেখা শেখার দরকার!

০৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:১৪

যুবায়ের আহমেদ বলেছেন: জ্বি। ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য থেকে শিখে নিলাম।

৪| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:১৭

শুভ্রর দিনলিপি TheWhiteDiary বলেছেন: গদ্যছন্দ আমার পছন্দ।
পাশাপাশি নিজের কবিতার মান নিয়েও শঙ্কিত।

৫| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:২৫

কামাল১৮ বলেছেন: যার বয়স বেশী সে রয়ে বড় কবি।

৬| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:২৮

কামাল১৮ বলেছেন: বয়সে বড় কবি

৭| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- যার নামে বাংলা আর ইংরেজি B আছে, সে বড় কবি;)

৮| ০৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৩০

রানার ব্লগ বলেছেন: রবীন্দ্রনাথ এবং নজরুলের পরে আর কোন বড় কবি নাই ! সবাই মাঝারি আর ছোট কবি ।

যারা ফেইসবুকে কাব্য চর্চা করে নিজেকে জাতির কবি ভেবে বসে আছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা আপনি কবির কোন জাত বংশই না ! আগে কবি ও কবিতা কি জানেন । দুই লাইন মুখস্ত করলেই হাফেজ হওয়া যায় না দুই লাইন আগডুম বাগডুম লিখলেই কবি হওয়া যায় না।

৯| ০৬ ই মার্চ, ২০২৩ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: বর্তমানে যারা কবিতা লিখছে তাঁরা অকবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.