নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফা-আরফানের আব্বু

যুবায়ের আহমেদ

স্বপ্ন দেখতে ভালোবাসি তাই স্বপ্ন নিয়েই এগিয়ে চলছি আগামীর পথে

যুবায়ের আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আনন্দ নিয়ে বাঁচুন

০৭ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪৩



আমাদের এক মিনিট বেঁচে থাকার নিশ্চয়তা নেই, তবুও আমরা আনন্দ নিয়ে বাঁচি। কিন্তু কেউ যদি বলে, তুমি আর ৫ বছর কিংবা ১০ বছর বাঁচবে, এই সময় অতিক্রান্ত হলেই তোমার মৃত্যু নিশ্চিত। এ কথা শোনে তখন আমাদের চিন্তায় পড়ে মরার উপক্রম হয়।

আমাদের ১ মিনিটের অনিশ্চয়তাও শান্তি আছে, যদি আনন্দ নিয়ে থাকা যায়, কিন্তু ১০ বছর বাঁচার নিশ্চয়তাতেও শান্তি নাই, যদি মৃত্যুর ভয় ঢুকে যায়।

আনন্দ নিয়ে বাঁচার সূত্রই হলো ঘৃণা, ক্ষোভ, রাগ ঝেড়ে ফেলে ক্ষমাশীল হওয়া, আন্তরিকতা বজায় রাখা, দুশ্চিন্তা পরিহার করা, হাসিমুখে থাকা এবং স্রষ্টার আদেশ নিষেধ মেনে চলা।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:১৮

ফুয়াদের বাপ বলেছেন: কুল্লু নাফসিন জাইকাতুল মাউত.! মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতে হবে.! মৃত্যু একদিন হবেই এই নিশ্চিয়তা নিয়েই ধরায় ধেয়ে চলছি আমরা। কষ্ট-হাসি নিয়েই তো জীবন।

২| ০৮ ই মার্চ, ২০২৩ সকাল ৮:৫৬

অনামিকাসুলতানা বলেছেন: ফুয়াদের বাপ বলেছেন: কুল্লু নাফসিন জাইকাতুল মাউত.! মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতে হবে.! মৃত্যু একদিন হবেই এই নিশ্চিয়তা নিয়েই ধরায় ধেয়ে চলছি আমরা। কষ্ট-হাসি নিয়েই তো জীবন।
এক মত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.