নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুবায়ের আহমেদ
সদ্য যৌবনা আমাকে তুমি আড় চোখে দেখে, ঠোটে ঠোট কামড়েছ,
আমি পুরুষ হয়েও লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম।
তোমার নিত্যদিনের পথ থেকে নিজেকে আড়াল করেও রেহাই পাইনি,
তোমার কামনার চাহনিতে আমাকে ঘায়েল করে, নিজেই পিছু হটেছ।
হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া তোমাকে আবিস্কার করেছি,
মধ্যবয়সী এক যুবকের পাশে।
আমার চোখে জল,
তোমার ঠোটে মুচকি হাসি।
তিন বসন্ত এগিয়ে থাকা তোমাকে,
একান্তে কাছে পেয়েও,
পারিনি তোমার কামনার পুরুষ হতে,
এই ছিল আমার অপরাধ।
তোমার বদলে যাওয়া নিরবে মেনে নিয়ে
আমি হারিনি,
জিতেছি মনের সাথে লড়াই করে।
ভালো আছি, যতটুকু ভালো থাকা যায়।
১৮ বছর পর সেদিন তোমাকে আবারো দেখেছি,
এখন তোমার মাঝে পুরনো সেই চঞ্চলতা নেই,
শুনেছি তোমাকে ছেড়ে চলে গেছে সে,
যাকে আপন করে, আমাকে বুঝিয়েছিলে,
কামনা কথা কয়, ভালোবাসা ভালো নয়।
উৎসর্গ-বয়সে বড় পৃথিবীর সকল প্রেমিকাদের।
২| ২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: কবিতার পাঠক কম।
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০২৩ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।