নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফা-আরফানের আব্বু

যুবায়ের আহমেদ

স্বপ্ন দেখতে ভালোবাসি তাই স্বপ্ন নিয়েই এগিয়ে চলছি আগামীর পথে

যুবায়ের আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সার্টিফিকেট

০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৫



জুবায়ের আহমেদ:

সার্টিফিকেট তোমার একই অঙ্গে কতরূপ,
তুমি জেএসসি, এসএসসি, এইচএসসি হয়ে আসো
আসো, অনার্স, ডিগ্রি, মাস্টার্সরূপে

চারিত্রিক সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট,
দীর্ঘ-স্বল্পমেয়াদী কত শত প্রশিক্ষণ শেষে
তোমার জায়গা হয় প্রশিক্ষণার্থীর ফাইলে।


তোমাকে পাওয়ার আকাঙ্খায়, আনন্দ বেদনায়
কাটে কতশত রজনী
কত নির্ঘুম রাত হয় প্রভাত,
তোমাকে অর্জনের আশাতে।

সার্টিফিকেট, তুমি কারো অহংকারে পরিণত হও,
কারো বা হতাশার নাম,
তোমাকে অর্জনই যেন শেষ কথা,
তোমাতেই লেখা হয় মেধার দাম।


সার্টিফিকেট, জীবন বাজি রেখে,
তোমাকে পাওয়ার পরও তো নেই সুখ,
তোমার সঠিক ব্যবহার না হলে,
মানবজীবনে নেমে আসে দুঃখ।


সার্টিফিকেট, যাকে ধরা দাও, যাকে কর বঞ্চিত,
দুইয়ের জন্যই কখনো কখনো দুর্বিসহ হয়ে উঠ,
তুমি আর টাকা, দুজনেই শক্তিশালী,
দুজনের মাঝে সেকি গভীর বন্ধুত্ব।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

খায়রুল আহসান বলেছেন: সার্টিফিকেট এর সাথে বন্ধু্ত্ব মেধার, টাকার নয়। টাকা সার্টিফিকেটকে গিলে খাচ্ছে।

২| ০৭ ই জুন, ২০২৩ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.