![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুবায়ের আহমেদ
কে গরীব, কে ধনী
তুমি কি তা জানো ভাই!
ধনী গরীব খোদার হাতে,
আমরা বুঝার সাধ্য নাই।
তোমরা যাকে গরীব বলো,
সম্পদের মাপকাটিতে,
খোদার কাছে সেই ধনী,
জান্নাতের উসিলাতে।
কিংবা যাকে ধনী বলো,
অর্থকড়ির ওজন মেপে,
রোজ হাশরে সেই হয়তো,
দোজখ পাবেন বদৌলতে।
সম্পদে হয় না ধার্য্য,
কে বা ধনী, কে বা গরীব
মানুষ তুমি কেমন গো ভাই,
এটা দিয়েই হবে জরীপ।
আমল করো, সবর করো,
আমলই তোমার হবে সব,
রোজ হাসরের কঠিন দিনে
তোমার পাশে রবেন রব।
আমল করো, সবর করো,
আমলই তোমার হবে সব,
রোজ হাসরের কঠিন দিনে
তোমার পাশে রবেন রব।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮
যুবায়ের আহমেদ বলেছেন: ধন্যবাদ
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৭
যুবায়ের আহমেদ বলেছেন: ধন্যবাদ।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:২৫
সামরিন হক বলেছেন: খুব ভালো হয়েছে ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৭
যুবায়ের আহমেদ বলেছেন: ধন্যবাদ।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৪
এইচ এন নার্গিস বলেছেন: বাহ বাহ ! চমৎকার ।