![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুবায়ের আহমেদ
মনে থাকে কত কথা,
কারা যেন দিলো ব্যথা,
মনে থাকে ক্ষণিকের সুখ,
ভেঙ্গে যায় অকারণে,
বদলায় ক্ষণে ক্ষণে
অচেনা হয়ে যায় চিরচেনা মুখ।
মনে থাকে হাসাহাসি,
পথচলা পাশাপাশি,
আজ কেনো সব হলো ভুল,
নতুন সুখের খুঁজ,
জানি এতো নিয়তি,
ঝড়ে যায় খুব প্রিয় ফুল।
মনে থাকে চলাফেরা,
ভাসিয়ে সুখের ভেলা,
মনে থাকে দেয়া অভিশাপ,
সময় বয়ে চলে আপন গতিতে,
হয় না আর কভু, পুরনো আলাপ।
২| ০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:১৭
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০২৫ দুপুর ১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: পাগল মন মন রে
মন কেন এত কথা বলে
সুন্দর