![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিরো হোন্ডা glamour Pro125 CC বা বাজাজ Discover 135 CC মটর সাইকেল কোনটি কত দাম, সাম্প্রতিক দর-দাম কারো জানা থাকলে জানান, আর কোন্টার পারফরম্যান্স কেমন, কোনটা ভালো হবে একটু আইডিয়া দেন। এখন আমি Honda CG-125 চালাই। এইটা বিক্রি করে দিবো।
২৯ শে মার্চ, ২০১১ দুপুর ১২:২০
johanbd বলেছেন: পাগলের মতো চালাতে চাই না, ভালো মতো চালাতে চাই, i'm a safe biker
২| ২৯ শে মার্চ, ২০১১ দুপুর ১২:১০
স্পর্শহীন কিছুদিন বলেছেন: ভাই ডিসকভার ১৩৫ সি সি মনে হয় পাবে না। আমি ডিসকভার ১৫০ সি সি চালাই। ভালোই খারাপ না। ৩ মাস আগে নিছি। রেজিষ্ট্রেশন সহ ১,৬০,০০০/- লাগছে। এখন দাম একটু বাড়ছে। আরো ৮/৯ হাজার বেশী লাগবে।
২৯ শে মার্চ, ২০১১ দুপুর ১২:১৭
johanbd বলেছেন: মাইলেজ কতো ভাই?
৩| ২৯ শে মার্চ, ২০১১ দুপুর ১২:২০
নাঈম৭৫৩৭ বলেছেন: ৪৫
৪| ২৯ শে মার্চ, ২০১১ দুপুর ১২:২৫
সোজা সাপটা বলেছেন: ভাইডি ঢাহা শহরেত চালাইবেন নাকি অন্য কোথাও ।
ডাহা শহর হইলে কমু কিনিয়েন না।
আমি ১৯৯২ থেকে চালাইতাছি । প্রথম Honda 110, তারপর HS100,তারপর HS100 CDI,তারপর Vespa LML 150 সর্বশেষ Discover 135 CC । experince থাইকা কইতাছি। জিবনের সবচেয়ে বড় ভুল করবেন।
আমি আর চালাইনা।
কারনটা বুঝে গেছেন নিশ্চয়।
২৯ শে মার্চ, ২০১১ রাত ১১:২৬
johanbd বলেছেন: হুম, ডাহা শহরের ভিতর, বাইরে না
জাত্রাবারি ফ্লাইওভারের জন্যে অনেক জ্যাম, বাসা জাত্রাবারিতে।
একটু সাজেস্ট করেন কোনটা ভালো হইবো, এখন CG125 চালাই, মাইলেজ ২০ এর মত, পোসায় না
৫| ২৯ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৪৩
হিরম্ময় কারিগর বলেছেন: @ সোজা সাপটা : ভাই কারনটা কি একটু সোজা সাপটা বলবেন। ঠিক বুঝতে পারিনি।
৬| ২৯ শে মার্চ, ২০১১ দুপুর ২:০২
ওরাকল বলেছেন: বাজাজ ডিসকভার ১৩৫ সিসি এর প্রডাকশন বন্ধ হয়ে গেছে সুতরাং নতুন পাবেন না। যাও ২-১ পাবেন তার দাম আকাশ ছোয়া ১,৬০,০০০ -১,৭০,০০০। আমি ভাগ্যক্রামে নভেম্বরে কিনেছি ১,৪২,০০০ দিয়ে।
ডিসকভার ১৫০ (১,৪২,০০০)- মোটামুটি। ১৩৫ সিসির তুলনায় ছোট, অয়েল টেংক ও ২ লিটার কম। তবে সবচেয়ে বড় সমস্যা এর চোক মেকানিজম অটো (১৩৫ এ ম্যানুয়াল ) তাই সকালে (দিনের প্রথমবার ) স্টর্ট নিতে সমস্যা হয়। শীতে এটা আরো বাড়ে।
তাই বাজাজ পালসার-১৫০ (১,৬২,০০০) অথবা হিরো সিভিজেড ১৫০ (১,৫৬,০০০) কিনুন।
রিসেল ভ্যালু চিন্তা করলে বাজাজ, হিরো ছাড়া অন্য ব্রন্ড না কেনাই ভাল। আর ব্রন্ড সেকরিফাইস করলে হোন্ডা ইউনিকর্ন-১৫০ (১,৬৮,০০০),সাইন-১২৫ (১,৩৮,০০০) অথবা ইয়ামাহা গ্লাডিয়েটর-১২৫ (১,৪২,০০০) দেখতে পারেন।
* দামগুল গত নভেম্বরের। ৩ সপ্তাহ আগে প্রায় সব ব্রেন্ডের দাম ৫-৮ হাজার টাকা বেড়ে গেছে।
৭| ২৯ শে মার্চ, ২০১১ রাত ১১:৩৭
একজন আমি বলেছেন: আমি টিভিএস চালাই....
৮| ৩০ শে মার্চ, ২০১১ রাত ১২:০৭
শূণ্য উপত্যকা বলেছেন: আর যাই করেন টিভিএস কিনবেন না। চরম ফালতু।
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ৮:৩৬
johanbd বলেছেন: walton কেমন হইব?
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:২০
মদন বলেছেন: ঢু মারুন http://www.motorcyclevalley.com/
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১১ দুপুর ১২:০৫
নাঈম৭৫৩৭ বলেছেন: VAI PAGOLER MOTO BAJAJ CHALAN.
BAJAJ KINEN. VALO HOBE
AR PRICE DUITER E KASAKACHI THAKBE.