নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা চাই

আমার আসল পরিচয় আমি মানুষ

জোজোপ্রিন্স

আমি মানুষ

জোজোপ্রিন্স › বিস্তারিত পোস্টঃ

মানুষের সবচেয়ে বড় পরিচয় কি?

২৯ শে মে, ২০১৪ রাত ৩:১৭

মানুষের সবচেয়ে বড়

পরিচয় কি?

কথাটা আরেকটু

গুছিয়ে বললে, মানুষের

প্রথম পরিচয় কি?

প্রথমে আসে কোনটা? সে মানুষ?

নাকি আসে তার ধর্ম?

অথবা জাতীয়তা? তার

নাম?

নাকি অমুকের সন্তান? তমুকের মুরিদ?

মানুষের প্রথম পরিচয়

নিয়ে কারোরই

দ্বিধা নেই

যে মনুষ্যত্বই মানুষের

প্রথম পরিচয়। আমরা ঝামেলা পাকাই

দ্বিতীয়

পরিচয়ে এসে।

এখানে এসেই

বিভাজনের শুরু। কেউ

বাছে ধর্ম, কেউ জাতীয়তা, গোত্র,

গায়ের রং, রাজনৈতিক

পরিচয়।

সাম্প্রদায়িক দাঙ্গায়

মানুষ মরলে হিন্দু-

মুসলিম-খ্রীস্টান বলে আলাদাভাবে গোণা

কতজন মুসলিম মরলো,

খ্রীস্টান মরলো কত।

কেউ যোগফল

গুণে বলেনা মানুষ

মরলো কত! সবচেয়ে আশ্চর্যজনক

রাজনৈতিক পরিচয়ের

ব্যাপারটা। যখন

টিভিতে দেখি 'পুলিশের

গুলিতে বিএনপি কর্মী ন

অথবা, 'শিবিরের হামলায় ছাত্রলীগ

কর্মী নিহত', তখন অবাক

হই। কত

বিচিত্রভাবে একজন

মানুষ মানুষ থেকে লীগ

বা শিবির হয়ে যায়। একদলের

মৃত্যুতে আরেকদল

জয়বাংলা,

অথবা আল্লাহু আকবার

স্লোগান দেয়!

অথচ প্রথম পরিচয়টা নিয়ে সন্তুষ্ট

থাকলে আমরা কতটাই

না ভালো থাকতে পারতা

আমাদের সংকটের

সময়গুলোতে কি দ্বিতীয়

তৃতীয় পরিচয়গুলো ভুলে থাকা যায়।

আমি নিজে এত গর্ভ করে বলছি আমি মুসলিম, আমি কালো না শামলা না ফর্সা, আমি বাঙ্গালী ।

কিন্তু আমার আসল পরিচয় কী ......???

আমি মানুষ তবে কেন আজ আমি গর্ভ করে বলতে পারছি না “আমি মানুষ” সৃষ্টির সেরা জীব।

তবে কী এই না বলতে পারাটার জন্য আমাদের সমাজ বাবস্থা আর ধর্মীও রীতিনীতি দায়ী......???

““আজও আমি আমার এই প্রশ্নর উত্তর পেলাম না।””



কথাটা আরেকটু

গুছিয়ে বললে, মানুষের

প্রথম পরিচয় কি?

প্রথমে আসে কোনটা? সে মানুষ?

নাকি আসে তার ধর্ম?

অথবা জাতীয়তা? তার

নাম?

নাকি অমুকের সন্তান? তমুকের মুরিদ?

মানুষের প্রথম পরিচয়

নিয়ে কারোরই

দ্বিধা নেই

যে মনুষ্যত্বই মানুষের

প্রথম পরিচয়। আমরা ঝামেলা পাকাই

দ্বিতীয়

পরিচয়ে এসে।

এখানে এসেই

বিভাজনের শুরু। কেউ

বাছে ধর্ম, কেউ জাতীয়তা, গোত্র,

গায়ের রং, রাজনৈতিক

পরিচয়।

সাম্প্রদায়িক দাঙ্গায়

মানুষ মরলে হিন্দু-

মুসলিম-খ্রীস্টান বলে আলাদাভাবে গোণা

কতজন মুসলিম মরলো,

খ্রীস্টান মরলো কত।

কেউ যোগফল

গুণে বলেনা মানুষ

মরলো কত! সবচেয়ে আশ্চর্যজনক

রাজনৈতিক পরিচয়ের

ব্যাপারটা। যখন

টিভিতে দেখি 'পুলিশের

গুলিতে বিএনপি কর্মী ন

অথবা, 'শিবিরের হামলায় ছাত্রলীগ

কর্মী নিহত', তখন অবাক

হই। কত

বিচিত্রভাবে একজন

মানুষ মানুষ থেকে লীগ

বা শিবির হয়ে যায়। একদলের

মৃত্যুতে আরেকদল

জয়বাংলা,

অথবা আল্লাহু আকবার

স্লোগান দেয়!

অথচ প্রথম পরিচয়টা নিয়ে সন্তুষ্ট

থাকলে আমরা কতটাই

না ভালো থাকতে পারতা

আমাদের সংকটের

সময়গুলোতে কি দ্বিতীয়

তৃতীয় পরিচয়গুলো ভুলে থাকা যায়।

আমি নিজে এত গর্ভ করে বলছি আমি মুসলিম, আমি কালো না শামলা না ফর্সা, আমি বাঙ্গালী ।

কিন্তু আমার আসল পরিচয় কী ......???

আমি মানুষ তবে কেন আজ আমি গর্ভ করে বলতে পারছি না “আমি মানুষ” সৃষ্টির সেরা জীব।

তবে কী এই না বলতে পারাটার জন্য আমাদের সমাজ বাবস্থা আর ধর্মীও রীতিনীতি দায়ী......???

““আজও আমি আমার এই প্রশ্নর উত্তর পেলাম না।””

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.