নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা চাই

আমার আসল পরিচয় আমি মানুষ

জোজোপ্রিন্স

আমি মানুষ

জোজোপ্রিন্স › বিস্তারিত পোস্টঃ

#ক" #দিন #আগে #একটা #সংবাদ #পরে #আমার #ব্যাকুল #হৃদয় #কেঁপে #উথেছে।

৩০ শে মে, ২০১৪ বিকাল ৩:২২

#ক" #দিন #আগে #একটা #সংবাদ #পরে #আমার #ব্যাকুল #হৃদয় #কেঁপে #উথেছে।[/s



সবাইকে অনুরধ করছি --- আমার এই পোস্ট আপনাদের ভালো না লাগলেও একটু পরে আপনার বিবেক এর কাছে প্রশ্ন করুন।



#চট্টগ্রামে কে বা কারা একটা ব্যাগ ফেলে যায় ! ব্যাগটির দিকে কেউ খেয়াল দেয়নি !

কে জানত ভেতরে একটা জলজ্যান্ত মানুষ ! পরে এক গাড়ির নিচে পড়ার পর বিকট শব্দ হলে মানুষ কাছে গিয়ে দেখে মানব সন্তান !!!

দুঃখিত, এত করুণ, অমানবিক একটা খবর শেয়ার করবার জন্যে ।



আর কত এভাবে চলবে ......!???

বাংলাদেশে কোন একটা ব্যবস্থা থাকা উচিৎ । এরকম কি চলতে দেয়া যায় !!!

মানুষ যদি হয়ে থাকি আমরা, কিছু একটা করা উচিৎ আমাদের ।



যারা চায়না তাদের বাচ্চা হোক অথবা যারা রাখতে চায়না এই সব অসহায় শিশুগুলোকে, ফেলে যায় রাতের আঁধারে আস্তাকুড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে ।

সেই সব মানুষজন যাতে এইসব অনাকাঙ্ক্ষিত নিষ্পাপ, নিরপরাধ শিশুদের ফেলে না দিয়ে কারও হাতে তুলে দিতে পারে সেজন্যে একটা ব্যবস্থা থাকা উচিৎ!



ওদের তো কোন দোষ নেই, ওদের কি জীবনের কোন অধিকার নেই !!!

পাপটা কি ওদের !!!



এরকম চলতেই থাকবে, মানুষ ভুল করতেই থাকবে !

এরকম বাচ্চাদের জন্মও হতে থাকবে !

নিজেদের সামাজিক মর্যাদা বজায় রাখতে বলি হবে এই সব হতভাগারা !!! ডাস্টবিনে, নালা নর্দমায় পাওয়া যাবে ফুলের মত শিশুদের লাশ !!!



একটা ব্যবস্থা হোক, সরকার করুক, কোন এনজিও করুক ! কিছু একটা হোক !

নাম পরিচয়ের কোন বালাই থাকবেনা, এসব জায়গায় এই শিশুগুলোকে তারা দিয়ে যাবে ! আর পিছ ফিরে তাকাতে হবেনা !!!



বাংলাদেশে লাখ লাখ মানুষ আছে যাদের সন্তান হয়না,

সারা বিশ্বে কোটি কোটি মানুষ আছে যারা সন্তানের মুখ দেখতে পায়না !

তারা এদের নেবে ! নিজেদের সন্তানের মত করে মানুষ করবে !!!



সবার অবগতির জন্য বলছি।

আমরা কিছু বন্ধু একটা উদ্যোগ নিয়েছি যদি কেউ এমন নিশপাপ শিশুটির বাবা মা হতে না চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমি বুকে হাত দিয়ে বলতে পারি ঐ শিশু টি ডাস্টবিনে, নালা নর্দমা থেকে অনেক ভালো থাকবে।সবাইকে হয়তো রক্ষা করা যাবেনা ! দুই একটি জীবনও যদি সৃষ্টিকর্তার কৃপায় রক্ষা পায় তাও তো কিছু তো করা গেল !!!

একটা মানব জীবনের দাম কি কেউ দিতে পারবে কোন দিন !!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৪

হেডস্যার বলেছেন:
আপনার/আপনাদের উদ্যোগ সফল হোক। শুভকামনা।

২| ৩০ শে মে, ২০১৪ রাত ৯:২১

সুমন কর বলেছেন: শুভকামনা রইলো।

৩| ৩১ শে মে, ২০১৪ ভোর ৫:৩০

সকাল হাসান বলেছেন: ইনশাল্লাহ্‌ সফল হবেন।

৪| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৩:১৮

জোজোপ্রিন্স বলেছেন: আমার উদ্যোগে সবাই কে সাথে চাই। এই উদ্যোগ শুধু আমার বা আমাদের না। এই উদ্যোগ হক সমগ্র জাতীর সমগ্র বিবেকবান মানুষের।
ধন্যবাদ সবাইকে।

৫| ০১ লা জুন, ২০১৪ ভোর ৬:০০

জাফরুল মবীন বলেছেন: “আমরা কিছু বন্ধু একটা উদ্যোগ নিয়েছি যদি কেউ এমন নিশপাপ শিশুটির বাবা মা হতে না চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন”-অভিনন্দনযোগ্য শুভ উদ্যোগ।বিষয়টা আইনগত ও আর্থ-সামাজিক দিক বিবেচনায় বেশ কঠিনও বটে।তবে আপনাদের মত সাহসী মানুষরা এগিয়ে আসলে সব বাঁধাই অতিক্রম করা সম্ভব।অনেক শুভকামনা রইলো...

৬| ০১ লা জুন, ২০১৪ সকাল ১১:৫২

জোজোপ্রিন্স বলেছেন: “কিছু একটা হোক!!”
১০ টা শিশু অকালে ঝরে যাওয়ার থেকে ২ টা শিশু কে পৃথিবীর আলো দেখাবো তবুও কিছু একটা হক!! এ ভাবে অনেকের সাহায্যে হইত ভবিষ্যতে আমরা ১০ জন কেই বাঁচাতে পারব।
ধন্যবাদ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.