![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সমাজে পথশিশুদের সংখ্যা মনে হয় কম নয়,রাস্তায় বের হলে আমরা তাদেরকে দেখতে পাই আমরা যখন উন্নত মানের গাড়ী দিয়ে চলি তখন এই অশহায় শিশুরা আমাদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে,আমরা কি তখন তাদের দিকে তাকাই বা একটি"বার চিন্তা করি আসলে ওরা কি চায়?আমাদের মনে কি কখনও দাগকাটে এই অনাথ শিশুদের জন্য?আমরা কি চিন্তা করি এই শিশুরা রাতে ঘুমায় কোথায়?আর খাবার পায় কোথায়?কনকনে শীতে ওদের শীতের কাপড় আছে কি না?মোটকথা আমার মনে হয় আমাদের বিবেক নামক জিনিষটা আর আমাদের কাছে নেই,যদি থাকতো তাহলে দিন দিন পথশিশুদের সংখ্যা বাড়তো না বরং হ্রাস পেতো।সরকার বদল হয়, আইন বদল হয় সমাজপতিদের চেহারার পরিবর্তন,কিন্তু পথশিশুদের আর কোন কিছুর পরিবর্তন হতে দেখলাম না।চলমান...........
আজ Campus থেকে বাসাই আসতে একটা পথ শিশুয়ের সাথে কথা বললাম।
আমি ওকে জিজ্ঞাস করলাম তুমি স্কুলে যাও না কেন বলে আমার বাবা মা নেই খাইতেই পারি না আবার স্কুল, কি যে বলেন । বললাম তোমার বাবা মা নেই কেন বলে জানি না। বললাম এই নোংরা খাবার খাও কেন , বলে আজ বেশি টাকা পাই নি তাই খাবারও কিনতে পারি নি।
ঐ ছেলে টা জানে না ওঁর বাবা আছে কি নাই, না কি ওর কোন দিন বাবা মা ছিলই না ...???
খাবার খেতে পারছে না ডাস্টবিন এর খাবার খাবে, টাকার ওভাবে। আমার যত টুক সামর্থ্য আছে করছি আপনিও চেষ্টা করুন...।।
হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্। কোথায় নজরুল এসে দেখে যাও দারিদ্র্য মোরে করেছে ভিখারি , .........!!!
©somewhere in net ltd.