নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা চাই

আমার আসল পরিচয় আমি মানুষ

জোজোপ্রিন্স

আমি মানুষ

জোজোপ্রিন্স › বিস্তারিত পোস্টঃ

তোরা যদি কেউ থাকিস পাশে আমার মরার সময়......

১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:০২

তোরা যদি কেউ থাকিস পাশে আমার মরার সময়

নিয়েজাস আমার চেনা নীড় কুমারখালির ভিরে।



যাওয়ার সময় নিয়ে নিস ছোট্ট একটা গ্লানযান

গায়ে দিবি আতর সুরমা তুলে নিবি কফিনের ঘরে।

তোরা আমায় তুলে দিবি আমার সাধের গ্লানযান পালকি তে।



যেতে যেতে সুনাবি আমায় হরেক রকম আওয়াজ।

কিছুক্ষণ পর দেখবি পোঁছে গেছিস আমার বাড়ি।



একটু নেমে দেখবি আমার “মা”

চোখের জ্বলে লুটে আছে মাটিতে

তোরা কেউ বোঝাস তারে আমরা তো আছি (একটু মিছক শান্তনা)



একটু হেটে দেখ আমার বাবা বসে আছে চোখের জ্বল লুকীয়ে (বাবা তো)।

তোরা তাকে বুকে টেনে নিয়ে বলিস তারে আমার মরার আগের কথা।



একটু পাশেই আমার সাধের বোন কাঁদছে ভাই ভাই বলে

না না অকে তোরা বোঝাস না, শান্তনা ও দিস না

ও আরও কষ্ট পাবে।( বোন যে আমায় ছাড়া থাকতে পারে না)।



বাড়িতে হয়েছে শকের মেলা

কাঁদছে আত্মীয় সজন

আবার কেউ চোখের দেখতে এসেছে আমায় (একই সাথে কাটিয়েছি অনেকটা সময় তাই)



দেখ তোরা যাওয়ার আগে

আমার ভাই কাকারা

বানিয়ে রেখেছে খাবাসি আর চাটাই।



সবার দেখা শেষে তোরা আমায় নিয়ে জাবি মসজিদের পাশে...

জানাজা শেষে নিয়ে যাবি কবরস্থানে।



ও হা ......

আমায় নেওয়া খাটিয়া দিস না আমার বাবার কাঁধে।

আমার ভার বাবা সহ্য করতে পারবে না।



কবর দিয়ে ফিরে আসিস বাড়ি

থাকিস দু দিন যদি থাকে সমায়।



বাবা মা কে একটু বুঝিয়ে আসিস তোরা আছিস তাদের পাশে।

তোদের চেনা ঠিকানা তে ফিরে এসে খোঁজ নিস তারা কেমন কাটায় দিন,

কারন আমার মা বাবা কে রেখে যাবো তোদের উপর ।



আমার বনকে ডাকিস তোরা বোন বোন বলে

কারন আমার বোনের আর ভাই নেই।



আর হা ......

তোরা আমায় ভেবে চোখের জ্বল

হৃদের আরতনাথ করিস না

তাহলে আমার মা বাবা কে দেখবে কে।।



সব শেষে বলি ভালো থাকিস তোরা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.