নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা জোকস গুলোকে সংগ্রহ করে একত্রিত করা। মাঝে মধ্যে দু-একটা ঘসা-মাজা করে নিকিল তুলে নিজের নামেও চালিয়ে দিতে পারি।

জোকস

মানুষের হাসিমুখ দেখতে ভালো লাগে।

জোকস › বিস্তারিত পোস্টঃ

ঈদ জোকস, সামু পরিবারের সকল ব্লগারদের ঈদ মোবারক।

১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫২





বিবাহিত বাংলাদেশি পুরুষ বন্ধুদের উদ্দেশে'
কাল দুপুরে আমার এক বন্ধুর স্ত্রী ঈদ উপলক্ষে বাপের বাড়ি গেছেন। বন্ধু তখন অফিসে ছিলেন। বাড়ি ফিরে দেখেন, একটি কাগজে তার অনুপস্থিতিতে কী কী করতে হবে, তা লিখে টেবিলে রেখে গেছেন স্ত্রী :
আমি বাচ্চা নিয়ে মায়ের কাছে যাচ্ছি। নিচের নির্দেশগুলো পালন করবে :
১. বন্ধুদের ডেকে ঘরটাকে নোংরা জায়গায় পর্যবসিত করবে না, এর আগেরবার খাটের বক্সের ভেতর চারটে মদের খালি বোতল পেয়েছিলাম...
২. খাবার ঘরে বানিয়ে নেবে অথবা বাইরে হোটেল থেকে খেয়ে আসবে। ঘরে নিয়ে এসে গুষ্টিশুদ্ধ বন্ধু-বান্ধবকে খাওয়াবে না। এর আগের বার চারটে বিরিয়ানি ও তিনটে চিকেন কাবাবের বিল খাটের তলায় পেয়েছিলাম।
৩. চশমা আয়নার কাছে রাখবে। আগের বার ফ্রিজের ভেতরে পেয়েছিলাম।
৪. কাজের বুয়াকে ছুটি দিয়ে দিয়েছি। বেশি দরদ দেখাবার কোনো কারণ নেই।
৫. অতিরিক্ত আগ্রহ নিয়ে প্রতিবেশী কোনো মহিলাকে 'খবরের কাগজ এসেছে?' জিজ্ঞাসা করার কোনো কারণ নেই, আমাদের কাগজ, দুধ, লন্ড্রি সব অন্য লোক দেয়।
৬. তোমার জাঙ্গিয়া নিচের তাকে আর বাচ্চার জাঙ্গিয়া আলমারির ওপরের তাকে। গতবার বাচ্চার জাঙ্গিয়া ব্যবহার করেছিলে।
৭. তোমার সমস্ত রিপোর্ট স্বাভাবিক। বারবার ওই লেডি ডাক্তারের কাছে যেতে হবে না।
৮. আমার বোন আর ভাবির জন্মদিন গত মাসে ছিল। রাতে ফোন করে ওদের 'উইশ' জানাতে হবে না।
৯. ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড বদলে দিয়েছি। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বে।
১০. বেশি খুশি হয়ে অত্যধিক সাজগোজ করার দরকার নেই কারণ মিসেস ইমতিয়াজ, মিসেস মাসুদ, মিসেস জাহাঙ্গীর, মিসেস বেলাল সবাই বাপের বাড়ি যাচ্ছে।
১১. চিনি, চা পাতা চাইবার অছিলায় ওই শয়তান মিসেস মারুফের কাছে যাবার দরকার নেই, আমি সব এনে রেখেছি। আর সবচেয়ে দরকারি কথা...
১২. বেশি ওভার স্মার্ট হবার চেষ্টা করবে না, আমি যেকোনো সময় বাড়ি চলে আসতে পারি!!!



[বাপ্পাদিত্য বন্দোপাধ্যায়ের লেখা তাসের দেশ থেকে]

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা।

১৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৪

জোকস বলেছেন: আপনার জন্য ইদের শুভাচ্ছা রলো।

২| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: !:#P

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬

জোকস বলেছেন: B:-)

৩| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫৮

সিগন্যাস বলেছেন: আমিতো ভাবছিলাম আপনি মইরা-টইরা গেছেন সেফ হওয়ার পরে

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮

জোকস বলেছেন: ধন্যবাদ সিগন্যাস।




দুঃখিত, দেরিতে প্রতিউত্তর দেওয়ার জন্য।

৪| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫৯

সৈয়দ তাজুল বলেছেন:

পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানবেন।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৯

জোকস বলেছেন: শুভেচ্ছা





দুঃখিত, দেরিতে প্রতিউত্তর দেওয়ার জন্য।

৫| ১৫ ই জুন, ২০১৮ রাত ৯:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঈদ মোবারক।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৯

জোকস বলেছেন: ঈদ মোবারক।





দুঃখিত, দেরিতে প্রতিউত্তর দেওয়ার জন্য।

৬| ১৫ ই জুন, ২০১৮ রাত ৯:২১

আহমেদ জী এস বলেছেন: জোকস ,




ধার করে এনে জোকস শোনালেন ? :(
এটাতো হলো গিয়ে ৬ নম্বর জোকসটার মতোন , নিজের আন্ডারুর বদলে বাচ্চার আন্ডারু পড়ার মতো ... B-)

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০০

জোকস বলেছেন: ধন্যবাদ।




দুঃখিত, দেরিতে প্রতিউত্তর দেওয়ার জন্য।

৭| ১৫ ই জুন, ২০১৮ রাত ৯:২৫

মৌরি হক দোলা বলেছেন: ঈদ মোবারক :)

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০১

জোকস বলেছেন: ধন্যবাদ।




দুঃখিত, দেরিতে প্রতিউত্তর দেওয়ার জন্য।

৮| ১৫ ই জুন, ২০১৮ রাত ৯:৩৪

ওমেরা বলেছেন: ইদ - মোবারক।

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০১

জোকস বলেছেন: শুভেচ্ছা





দুঃখিত, দেরিতে প্রতিউত্তর দেওয়ার জন্য।

৯| ১৫ ই জুন, ২০১৮ রাত ৯:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় জোকস ভাই পোষ্টটি বেশ উপভোগ করলাম। হোকনা তাসের দেশ, কিন্তু পাঠ করার সুযোগে ধন্যবাদ জানাই। সাথে রইল,


........... ঈদ মোবারক ........

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০২

জোকস বলেছেন: শুভেচ্ছা





দুঃখিত, দেরিতে প্রতিউত্তর দেওয়ার জন্য।

১০| ১৫ ই জুন, ২০১৮ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:



এগুলো আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে? বেশী ছেলেমী হয়ে গেছে

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪

জোকস বলেছেন: কাহু--- আমি চুডো মানুষ! ছেলেমী হয়া স্বাভাবিক।





দুঃখিত, দেরিতে প্রতিউত্তর দেওয়ার জন্য।





দুঃখিত, দেরিতে প্রতিউত্তর দেওয়ার জন্য।

১১| ১৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫৯

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো।

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৫

জোকস বলেছেন: ধন্যবাদ।




দুঃখিত, দেরিতে প্রতিউত্তর দেওয়ার জন্য।

১২| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:০৮

সুমন কর বলেছেন: হাহাহাহাহহাহা....................ঈদের শুভেচ্ছা ...... !:#P

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৫

জোকস বলেছেন: ধন্যবাদ।




দুঃখিত, দেরিতে প্রতিউত্তর দেওয়ার জন্য।

১৩| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আহারে, বেচারা! =p~ =p~ =p~

ঈদ মোবারক :)

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৫

জোকস বলেছেন: ধন্যবাদ।




দুঃখিত, দেরিতে প্রতিউত্তর দেওয়ার জন্য।

১৪| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: ঈদ মুবারক

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৬

জোকস বলেছেন: শুভেচ্ছা





দুঃখিত, দেরিতে প্রতিউত্তর দেওয়ার জন্য।

১৫| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: এতো দেখছি মহা বিপদ।

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৭

জোকস বলেছেন: ধন্যবাদ।




দুঃখিত, দেরিতে প্রতিউত্তর দেওয়ার জন্য।

১৬| ১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:১৮

টারজান০০০০৭ বলেছেন: জোকস ভালো হৈছে ! তয় জামাইখানা মদারু , লম্পট , পরকীয়া আসক্ত ! এহেন জামাইয়ের ঘর করা মহা যন্ত্রনা ! হিছা মার্ এমুন জামাইয়ের মুখে !!!

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৭

জোকস বলেছেন: ধন্যবাদ।




দুঃখিত, দেরিতে প্রতিউত্তর দেওয়ার জন্য।

১৭| ১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

জুন বলেছেন: সবগুলোই মজার তবে সাত নম্বরটা =p~

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৭

জোকস বলেছেন: ধন্যবাদ।




দুঃখিত, দেরিতে প্রতিউত্তর দেওয়ার জন্য।

১৮| ১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সনেট কবি বলেছেন: ঈদ মোবারক।

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৬

জোকস বলেছেন: শুভেচ্ছা





দুঃখিত, দেরিতে প্রতিউত্তর দেওয়ার জন্য।

১৯| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১২

তারেক_মাহমুদ বলেছেন: জোকস ভাই কোথায় হারিয়ে গিয়েছিলেন?

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৭

জোকস বলেছেন: বড়ই ঝামেলার মধ্যে ছিলাম ঈদের দিন থেকে :(
এখন অনেকটাই মুক্ত।




ধন্যবাদ, খোঁজখবর নেয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.