নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা জোকস গুলোকে সংগ্রহ করে একত্রিত করা। মাঝে মধ্যে দু-একটা ঘসা-মাজা করে নিকিল তুলে নিজের নামেও চালিয়ে দিতে পারি।

জোকস

মানুষের হাসিমুখ দেখতে ভালো লাগে।

জোকস › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন নিয়ে কিছু জোকস।

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০





১।
শরিফ মিয়া আনারস মার্কা নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন। আর জলিলের মার্কা ছাতা। একদিন রাস্তায় কথা হচ্ছিল তাঁদের-
শরিফ : বুঝলা জলিল, ভোটে কিন্তু আমিই পাস করব। কেন জানো? আমার দলের কর্মীরা যখন রিকশায় ওঠে রিকশাঅলার খোঁজখবর নেয়। রিকশা থেকে নামার সময় তাকে ১০ টাকা বকশিশ দেয়। আর বলে, ‘ভাই, ভোটটা কিন্তু আনারস মার্কায়ই দিয়েন।’
জলিল : না রে শরিফ, ভোটে আমিই জিতব। কারণ, আমার লোকেরা রিকশায় উঠেই রিকশাঅলাকে গালিগালাজ করে। রিকশা থেকে নামার সময় ১০ টাকা কম দেয়। আর বলে, ‘ওই ব্যাটা, ভোটটা কিন্তু আনারস মার্কায় দিবি।’
;
;

২।
এক নেতা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন-
নেতা : আমি যদি নির্বাচিত হই, এই গ্রামে ব্রিজ বানিয়ে দেব।
একজন : স্যার, এই গ্রামে তো কোনো খাল নেই। ব্রিজ করবেন কীভাবে?
নেতা : ইয়ে মানে… প্রথমে খাল খনন করব। এরপর খালের ওপর ব্রিজ বানাব।
;
;

৩।
এক নেতা ভোট চাইতে ভোটারের কাছে গেছেন-
নেতা : চাচা, কথা দেন, ভোটটা আমারেই দিবেন।
ভোটার : কিন্তু ভাতিজা, আমি যে আরেকজনকে ভোট দেব বলে কথা দিয়ে ফেলছি।
নেতা : তাতে কী? কথা দিলেই যে কথা রাখতে হবে, তা তো নয়।
ভোটার : তাইলে ভাতিজা তোমারেও কথা দিলাম।
;
;

৪।
নির্বাচনের দিন। দুই দলের সমর্থক দুই বন্ধু দাঁড়িয়েছে ভোটের লাইনে। কিন্তু সকাল হতে না হতেই ভোটকেন্দ্রের সামনে দীর্ঘ লাইন। এভাবে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রথম বন্ধু অনেকটা আফসোসের সুরেই দ্বিতীয় বন্ধুকে বলল, 'দ্যাখ, আমিও জানি আমি আনারস মার্কায় ভোট দেব। আর এটাও নিশ্চিত যে তুই ভোট দিবি টেলিভিশন মার্কায়। তাই বলছি কী আমাদের দু'জনেরই যখন একটি করে ভোট তখন তোর আর আমার ভোট কাটাকাটি হয়ে তো ফলাফল একই থাকবে। তাই চল লাইনে না দাঁড়িয়ে থেকে বাসায় চলে যাই।'
প্রথম বন্ধুর এই প্রস্তাব পছন্দ হলো দ্বিতীয় বন্ধুটির। তাই তারা দু'জনই পা বাড়ালো বাড়ির পথে। একটু পরে কাছেই এক চায়ের দোকানে প্রথম বন্ধুটির সাথে দেখা হলো ওই সময় লাইনে দাঁড়িয়ে থাকা আরেক ভদ্রলোকের। তিনি সকালের ঘটনা মনে করিয়ে দিয়ে প্রথম বন্ধুটিকে বললেন, 'তোমার এই ভোট কাটাকাটির খেলাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে।' উত্তরে বন্ধুটি বললো, 'পছন্দ হতেই হবে। তা ছাড়া এটা খুব কার্যকরও বটে। আজ সারাদিনে আমি কমপক্ষে চারজনের সাথে এভাবে কাটাকাটি খেলেছি!'
;
;
৫।
এক লোকের ইচ্ছে হয়েছে, তিনি সংসদ নির্বাচন করবেন। ইচ্ছে অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েও গেলেন। ভোট হলো। গণনা শেষে দেখা গেল, তিনি মাত্র তিনটি ভোট পেয়েছেন। ফলাফল দেখে লোকটির স্ত্রী তো রেগে আগুন। বললেন, ‘আমি আগেই সন্দেহ করেছিলাম, তুমি নিশ্চয় অন্য কোনো মেয়েকে ভালোবাস। তা না হলে তৃতীয় ভোটটা দিল কে?'
;
;

৬।
বল্টু ভোট দিয়ে পোলিং অফিসারকে জিজ্ঞাসা করল : স্যার আঙ্গুলের এই দাগ কি পানি দিয়ে ধুলে যাবে?

অফিসার: না।
বল্টু: তা হলে স্যার, সাবান দিয়ে ধুলে যাবে?
অফিসার: না।
বল্টু: তাহলে স্যার, কত দিন পরে উঠবে?
অফিসার: (বিরক্ত) এক বছর পর যাবে।
বল্টু: তাহলে আরও একটু দেবেন স্যার?
অফিসার: কেন?
বল্টু: চুলে লাগাব স্যার। আজকাল হেয়ার ডাই গুলো এক সপ্তাহের বেশি থাকে না।

সংগ্রহীত

মন্তব্য ৪৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: মিয়া পোস্ট কি পরতম পাতায় দেওনা নাকি B-))

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

জোকস বলেছেন: পরতম পাতায় কিনা দেইখা আসি! :P

২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ইতা তো দেকি পরতম পাতায় :D :D
=p~ =p~ =p~

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

জোকস বলেছেন: হাছাই তো! তয় কি খিলাইবেন কন?

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

বিজন রয় বলেছেন: কেমন আছেন জোকস?
অনেক দিন পর!!!


২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

জোকস বলেছেন: সেই আগের মতই আছি দাদা--

পোস্ট তো অনেকদিন পর, তয় পত্তেক দিন ব্লগে উঁকি দেওয়ার রোগ আছে ;)

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

আতোয়ার রহমান বাংলা বলেছেন: চমৎকার

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

জোকস বলেছেন: ধইন্ন্যা আপ্নাকে।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: শেষের দুইটা :D :D :D

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

জোকস বলেছেন: শেষের দুইটা কি? অচল? বাদ দিয়া দিমু? ও বুঝছি দাঁত বাইর করা দেইখা!



ধন্যবাদ আপনাকে।

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

বিজন রয় বলেছেন: হা হা হা ..... ৩ আর ৫ জম্পেস!!!

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

জোকস বলেছেন: হাসি সাইস্থের জইন্নে ভালা :P

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জোকসের জোক বলে কথা !!
মজারতো হবেই

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

জোকস বলেছেন: অমন করে বইলেন না শরম লাগে।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: নির্বাচনী জোকস আর আলাদা কি পড়ব ভায়া!

প্রাকটিক্যালি যা জোকস চলছে ;)

৩ ৫ এ মজাই মজা
++++

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

জোকস বলেছেন: হ ভাই ঠিকই কয়ছেন। নেতেরা আর কিছু দিক না দিক কিছু হাসির উৎস করে দেয়।

আমাদের এখানে এক চাচা আছেন। যে দলেরি স্লোগান দেখবে তার মতে সেই দলি জিতবে।
সে নিজেও জানে না কাকে ভোট দিবে! তার হাবভাব দেখলে আমার সব সময় হাসি পায়।

আবার পাতি নেতাদের বতরও বলতে পারেন ।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

খায়রুল আহসান বলেছেন: ভালই বলেছেন নির্বাচনী জোকসগুলো।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

জোকস বলেছেন: নির্বাচনের সঙ্গে ফ্রি হিসেবে আমরা কিছু জোকস উপহার পায়।



ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন সবসময়।

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

ব্লগ সার্চম্যান বলেছেন: বেশ জমেছে জোকস। ;)

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

জোকস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: এই লনঃ

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

জোকস বলেছেন:

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: দাঁত কিন্তুক আপনেরও দুইডা ;)
নিদের প্রোপিকু দেকুন B-))

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

জোকস বলেছেন: ঐ দুইডা দাঁত রেখে দিছি বুরোকালে নাতিদের সাথে গোস্ত খাওয়া পাল্লাপাল্লি দেব :P

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

সুমন কর বলেছেন: দারুণ এবং +।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

জোকস বলেছেন: ধন্যবাদ দাদা।

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

ইসমত বলেছেন: এবার এই ফর্মুলাগুলোই দলগুলো কাজে লাগাচ্ছে। আপনার জোকগুলো ফাস হলো কি করে?


খুব ভালো লাগলো।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

জোকস বলেছেন: ইদানিং ভোটেও ফরমালিং যুক্ত :P



ধন্যবাদ।

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১

প্রামানিক বলেছেন: খুব মজা পেলাম।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

জোকস বলেছেন: মজা পাইছেন ৫টা ট্যাকা দেন, ভোটের মাঠে বইয়া বাদাম কিনি খামু ;)




ধন্যবাদ প্রিয় ছড়াকার।

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: আজকাল আমার কোনো কিছুতেই হাসি পায় না কেন বলুন তো!!!

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

জোকস বলেছেন: আপ্নার ভাইটামিনে অভাব আছে মনে হয় :D



ভাবী কেময আছেন? ধন্যবাদ।

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৪

আমি তুমি আমরা বলেছেন: ১,৪,৫,৬ ভাল লেগেছে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

জোকস বলেছেন: আপনার ভালো লাগাই আমি খুশি।




ধন্যবাদ।

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৪ নং টা সুন্দর...

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

জোকস বলেছেন: আমার সাথে কাটাকাটি খেল্বেন নাকি?



ভালো থাকবেন।

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



২, ৩এবং শেষের টা ভাল লেগেছে

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

জোকস বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২০| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৮

গেছো দাদা বলেছেন: ভালো লাগলো ।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

জোকস বলেছেন: দাদীরে লইয়া ভোট দিতে জাবেন তো!




ধন্যবাদ দাদা।

২১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ১

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

জোকস বলেছেন: ১ কি? আমারে ১ লম্বর দিলেন?




ধন্যবাদ আপনাকে।

২২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:


ভালই হইছে। অনেক দিন পর দেখা মিলল আপনার।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

জোকস বলেছেন: হ আপ্নাগো ছাইরা আর থাকতে পারলাম কই!




ধন্যবাদ ভাই।

২৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

নীল আকাশ বলেছেন: বল্টু ভোট দিয়ে পোলিং অফিসারকে জিজ্ঞাসা করল : স্যার আঙ্গুলের এই দাগ কি পানি দিয়ে ধুলে যাবে?
অফিসার: না।
বল্টু: তা হলে স্যার, সাবান দিয়ে ধুলে যাবে?
অফিসার: না।
বল্টু: তাহলে স্যার, কত দিন পরে উঠবে?
অফিসার: (বিরক্ত) এক বছর পর যাবে।
বল্টু: তাহলে আরও একটু দেবেন স্যার?
অফিসার: কেন?
বল্টু: চুলে লাগাব স্যার। আজকাল হেয়ার ডাই গুলো এক সপ্তাহের বেশি থাকে না।


এটা আপনার ব্লগের নিক নাম কে যৌক্তিক প্রমান করেছে...
১০/১০ দিলাম
শুভ কামনা রইল!

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

জোকস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।




ভালো থাকুন সব সময়।

২৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

জাহিদ হাসান বলেছেন: দুই নাম্বার জোকসের আপডেট ভার্সন-

এক নেতা বক্তৃতা করছেন - ‘আমরা ক্ষমতায় গেলো আরেকটি পদ্মাসেতু বানাবো’
জনৈক ব্যক্তি- কিন্তু আরেকটি পদ্মা সেতুর তো কোন দরকারই নেই।
নেতা- তাতে কি হয়েছে? যেটি এখনও অসম্পূর্ণ আছে সেটি আগে ভাঙ্গব। তারপর আবার আরেকটা পদ্মাসেতু বানাবো !

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

জোকস বলেছেন: আমার ভাত মাইরেন না :P :P




আপডেট ভালো হইছে।

২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাকে ইদানিং দেখা যায় না কেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.