নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমানুষ...

অমানুষ গুলো দেখতে হুবাহু মানুষের মতো..

জলারণ্য

ফেসবুকে আমি :) https://www.facebook.com/shuvro.shiser

জলারণ্য › বিস্তারিত পোস্টঃ

প্রেম না করার ২০টি উপকারিতা! পড়ে দেখেন...আপনার হতাসা একটু হলেও কম হবে :P:P

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪০





অনেকে প্রেম করতে পারে নাই এ জন্য হায় হায় করে,:P জীবন ব্যর্থ বলেও দাবি করে, নিজেকে পৃথিবীর সব থেকে বড় হতভাগা বলে। তাদের কে বলছি প্রেম ভালবাসা না করে কিন্তু বড় বাঁচা বাঁইছা গেছেন:D পোষ্টটা পড়েন আর খুশি হন। আল্লাহর কাছে শুকরিয়া আদাই করেন:)



১. প্রেম না করলে টাকা পয়সা খরচ করতে হবে না খুব একটা। KFC, স্টার কাবাব, আর Pizza Hut-এ গিয়ে পুরা মাসের খরচের টাকার কথা ভুলে গিয়ে অযথা টাকা নষ্ট করতে হবেনা,



২. মানষিক অশান্তিতে ভুগতে হবেনা। দিন রাত ছোটখাট বিষয় নিয়ে ঝগড়া করে মাথার তার ছিঁড়তে হবেনা।



৩. প্রেম কইরা ঝগড়াজাটি করে ভাঙ্গচুর করা থেকে বেঁচে যাবেন।



৪.মোবাইলে অতিরিক্ত ব্যালেন্সের প্রয়োজন নেই।



৫. কোন প্রকারের গিফট কিনতে প্রচুর অর্থ চাহিদা দরকার হবে না।



৬. রাতে শান্তিমত ঘুমাইতে পারবেন, পড়াশোনায় মনোযোগি থাকবেন।



৭.কোন প্রকারের আজেবাজে কথা শুনতে হবে না।



৮.প্রেমিকার বিয়ে ঠিক হওয়ার পর যে তীব্র কষ্ট আর যন্ত্রণা সেটা থেকে মুক্ত থাকবেন। প্রেমিকার অন্যকারো সাথে বিয়ে হলে সেই বিয়ের রাতের মত কষ্টের রাত আপনার জীবনে আসবেনা।



৯. প্রেম না করলে আপনাকে ছেকা খেতে হবেনা।



১০. ছেকা না খেলে আপনি জীবনের এক তীব্র কষ্টের যন্ত্রণা পেতে হবে না, যেটা আপনারি ভাল।



১১. বন্ধু-বান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, প্রেমিকারে নিয়া কথায় কথায় ব্লেক মেইল হইতে হবে না, যাতে আপনার অনেক টাকা বেঁচে যাবে।



১২. প্রেম না করলে সব থেকে ইম্পটেন্ট উপকারটা হবে অসময়ে বিয়ে করে ঝামেলায় পড়তে হবে না, আগে নিজের পায়ে দাঁড়াইবেন! তারপর পছন্দ মত মেয়েকে বিয়ে করবেন। আপনিও খুশ, পরিবারও খুশ।



১৩. মিথ্যা কথা বলতে হবে না, প্রেমিক-প্রেমিকাকে তেল মাইরা কথা বলতে হবে না।



১৪. খোঁচা মারা কথার হাত থেকে রক্ষা পাইবেন, নিজের যা আছে তা নিয়া সন্তুষ্ট থাকতে পারবেন।



১৫. প্রেমে পড়লে অনেকে দেবদাস হয়ে যায়, ফলাফল নেষায় আসক্তি! যদি প্রেম না করেন তবে ঐ পথে পা না বাড়ানোর ৮০% সম্ভাবনা।



১৬. প্রেম, ভালবাসা একটু আবেগিয় ব্যাপার. মান অভিমানে সুইসাইড করার প্রবোনতা থাকতে পারে, যদি নাই করেন তবে অকাল প্রয়াত হবার সম্ভাবনা নাই!



১৭. প্রেম ভালবাসায় একটা সময় কাছের মানুষ থেকে দূরে সরিয়ে দেয়, আপনার ধ্যান জ্ঞান ঝুড়েই শুধু সে আর সে। এতে পারিবারিক শান্তি নষ্ট হয়।



১৮. সময়ের অপচয় হবে না, প্রেম ভালবাসয় হাউ কাউ বেশী. আজ এইটা কাল সেইটা খালি দৌড়াদোড়ি,



১৯. পাগল হবার কোন সম্ভাবনা নাই, So পাবনা যাইবার ভয় নাই!



২০. প্রেম কইরা যদি ৫০ বছর বাঁচেন, তবে ঐটা না কইরা একদিন হইলেও বেশী বাঁচবেন, আমি গ্যারান্টি!



আপনার উপকার করতে পারলে খুশি হবো। তবে বোরিং লাগলে কিছু করার নাই:|

মন্তব্য ৪১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
ছ্যাঁকা ইস বেটার দ্যান একা ;)

২১. কোনরকম ইন্টারাপশান ছাড়া গেম খেলা যায়, মুভি-সিরিজ দেখা যায়-

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫১

জলারণ্য বলেছেন: ঠিক কইছেন। B-)

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৯

মিজভী বাপ্পা বলেছেন: এককথায় অসাধারণ+++++++ =p~ =p~ =p~ =p~ =p~

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫২

জলারণ্য বলেছেন: প্লাস তো দেখতেছি না! কই দিলেন B:-)

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫২

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: একদম সব সত্য কথা। দারুন লাগলো। ফান পোষ্ট হলেও কথাগুলো তীব্র সত্য।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৩

জলারণ্য বলেছেন: ধন্যবাদ নিঃসঙ্গ ঢেউ!

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৩

বেহুদা পোলা বলেছেন: প্রেম কইরা যদি ৫০ বছর বাঁচেন, তবে ঐটা না কইরা একদিন হইলেও বেশী বাঁচবেন, আমি গ্যারান্টি! :D :D :D :D

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৫

জলারণ্য বলেছেন: ১০০% গ্যারান্টি! ;)

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ঠিক এই কারণেই কিন্তু পেরেম করি না :)

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৭

জলারণ্য বলেছেন: ভুলেও কইরেন না! :-*

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৯

নাস েটক বলেছেন: মিজভী বাপ্পা বলেছেন: এককথায় অসাধারণ+++++++

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৫

জলারণ্য বলেছেন: ধন্যবাদ।।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৯

রাইসুল সাগর বলেছেন: আপনার প্রেম বিষয়ক পোষ্ট দেইখা আমারো একখান দিতে মন চাইতে আছে। কারনগুলো ভালোই লাগলো। আর অভিঙ্ঘতা শেয়ার করার জন্য ধন্যবাদ। ব্লগে আমন্ত্রন রইল। ভালো থাকুন সব সময়।শুভকামনা জানিবেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৮

জলারণ্য বলেছেন: হা হা তাইলে আর দেরী কেন? দিয়ে ফেলেন...
সময় করে যাবো।(গল্প কবিতা পড়ি না) মজার কিছু লিখলে অবশ্যই মন্তব্য পাইবেন। :|

আপনিও ভাল থাকিবেন শুভকামনা।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১২

টক দঐ বলেছেন: ওয়াও!! খালি সুবিধাই সুবিধা । আমি এখন এই সুবিধা ভোগ করতেছি !! :D B-) ;) :-B =p~

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৯

জলারণ্য বলেছেন: হে হে তাইলে তো আপনি এই মুহুর্তে সব থেকে সুখী মানুষ।।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৮

মাক্স বলেছেন: এই প্যাকেজে ছিলাম, আছি থাকব।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৩

জলারণ্য বলেছেন: ধন্যবাদ! নিয়মিত পেয়ে ভালই লাগলো। :)

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৫

সাহিত্য প্রেমিক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৪

জলারণ্য বলেছেন: B-)) :P :P :P

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৭

সজলমেহেদি বলেছেন: আহারে আরো আগে যদি আপ্নের এই পোস্টটা দিতেন তাইলে আজকে প্রেমে পইরা হাবুডুবু খাইতে হইত না গো ভাইডি :( !

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৮

জলারণ্য বলেছেন: আপনের কপালে শনি আছে! :#) তাই আগে দেই আর পরে দেই, হাবুডুবু খাইতেনি /:) যাইহোক ভাল মতো সাঁতার শিখা ঝাপ দিয়েন, নাইলে ডুইবা যাইবেন :(

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৭

ইমদাদুল হক সাব্বির বলেছেন: যখন প্রেম ছিল তখন আর কিছুই ছিল না। এখন প্রেম নাই কিন্তু সবকিছু আছে। প্রেম না করে অনেক ভাল আছি।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৯

জলারণ্য বলেছেন: এই পোষ্টের সুন্দর কমেন্টটা আপনের! আপনারে প্লাস+ :)

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩২

বাজপাখি বলেছেন: ছ্যাঁক খেলে জ্ঞান বাড়ে।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫০

জলারণ্য বলেছেন: এইডা কিন্তু হাছা কইছেন ;)
B-))

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৪

রিতুন ক্লিস বলেছেন: তারপরেও করবার চাই

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৬

জলারণ্য বলেছেন: মানা করছে কেডা?

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০০

বোকা ডাকু বলেছেন: হে হে হে... বাইডি আঙ্গুর ফল কারো কারো লাইগা হারা জীবনই টক বুইচ্চেন নি ক্যান? B:-/ B:-/ B:-/ B:-/ B-) B-) B-)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৩

জলারণ্য বলেছেন: হ বুইচ্চি বোকা ডাকু! #:-S :-*

:-P

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪১

মৈত্রী বলেছেন:
ইম্পটেন্ট পোস্ট.....

২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৬

জলারণ্য বলেছেন: কেউ বুঝলো না!

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৭

ইমাম হাসান রনি বলেছেন: প্রেম কইরা যদি ৫০ বছর বাঁচেন, তবে ঐটা না কইরা একদিন হইলেও বেশী বাঁচবেন, আমি গ্যারান্টি!

আফনি তো ম্যালা ঙ্গাণী =p~ =p~

প্রেম না করার ২০টি অপকারীতা মাথায় আসতাছে ;) ;)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৪

জলারণ্য বলেছেন: লিখে ফেলেন!
কিছুটা জ্ঞান বিতরণ করেন।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫১

রাইসুল সাগর বলেছেন: লেখক বলেছেন: হা হা তাইলে আর দেরী কেন? দিয়ে ফেলেন...
সময় করে যাবো।(গল্প কবিতা পড়ি না) মজার কিছু লিখলে অবশ্যই মন্তব্য পাইবেন।

এই ব্লগে লিখাই শুরু করছি রম্য দিয়া। খুজলেই পাইবেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৫

জলারণ্য বলেছেন: আপনার ব্লগ ঘুরে আসলাম।

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৪

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~


++++

অনেক শান্তিতে আছি। B-) B-)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২২

জলারণ্য বলেছেন: শান্তিতেই থাকেন। ;) :) :)

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৪

অনিক০০৭ বলেছেন: মানুষে আগ বাড়াইয়া বিপদ ডাইকা আনার লাইগা কেন যে প্রেম করে, এক সময় বিয়া কইরা এই বিপদ তো এমনিতেই ঘাড়ে চাপবো। আমিও প্রেম করি নাই, কিন্তু তাতে কী, শেষ পর্যন্ত বিয়া তো করতেই হইলো আর করার পরে বুঝছি এতোদিন প্রেম না কইরা আরও সোজা বাংলায় নারী জাতির কাছ থাইকা ১০০ হাত দূরে থাইকা কত্তো সুখে আছিলাম।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৭

জলারণ্য বলেছেন: তবুও কিছু নাদান বুঝে না! খালি প্রেম প্রেম খেলে /:)

২১| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আর প্রেম করুম না!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.