নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জলপাই

মানুষের জন্য শুভকামনা

জলপাই দেশি

পাঠক এবং কবিতার বিমুগ্ধ পাঠক

জলপাই দেশি › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কবিতা: মানুষ - নির্মলেন্দু গুন

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২৩

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,

হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,

মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।



আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,

গাছের মত দাঁড়িয়ে থাকি।

সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,

অনেকদিন বরফমাখা জল খাই না।

কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।



আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো থাকতো।

বাড়ি থাকতো, ঘর থাকতো,

রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো,

পেটের পটে আমার কালো শিশু আঁকতো।



আমি হয়ত মানুষ নই,

মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন?

মানুষগুলো অন্যরকম, হাত থাকবে,

নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে,

নিকেলমাখা কী সুন্দর চোখ থাকবে।



মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো,

চোখের মধ্যে অভিমানের রাগ থাকতো,

বাবা থাকতো, বোন থাকতো,

ভালবাসার লোক থাকতো,

হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো।



আমি হয়তো মানুষ নই,

মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা

আর হতো না, তোমাকে ছাড়া সারাটা রাত

বেঁচে-থাকাটা আর হতো না।



মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায়;

অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই,

অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি।



মন্তব্য ১৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৬

শত রুপা বলেছেন: আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৪

জলপাই দেশি বলেছেন: ধন্যবাদ আপনার বিবেচনার জন্য। ভাল থাকুন।

২| ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪০

খলিল মাহমুদ বলেছেন:

মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায়;
অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই,
অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি।

___________________

যা দিনকাল পড়ছে, নিজেকে আর মানুষ ভাবা যায় না। আমরা বুঝছি এখন, নির্মলেন্দু গুণ কিছুদিন আগে, তফাত এতোটুকু।

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৬

জলপাই দেশি বলেছেন: আপনি কি সাপ দেখলে জাপটে ধরতে পারেন? তা হলে আপনি আর মানুষ হবেন কি ভাবে? ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৩০

শাহনাজ সুলতানা বলেছেন: আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মত দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।


ভালো লাগলো নিমলেন্দু গুনের কবিতা শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২৯

জলপাই দেশি বলেছেন: ধন্যবাদ আপনার বিবেচনার জন্য। ভাল থাকুন।

৪| ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৮

নিরব পাঠক বলেছেন: ভালো পোষ্ট। আপনার কাছে কি এই কবিতাটি আছে- আঙ্গিনাতে ঢেউ উঠেছে আলিঙ্গনে তুমি, চুমোয় চুমোয় দাও ভরিয়ে অধর মরুভূমি- কবি নির্মলেন্দু গুন।

৫| ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩০

জলপাই দেশি বলেছেন: ধন্যবাদ আপনার বিবেচনার জন্য। ভাল থাকুন। খুঁজে দেখবো আপনার পসন্দের কবিতাটি।

৬| ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৭

তনুজা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪২

জলপাই দেশি বলেছেন: অনেক এবং অনেক ধন্যবাদ এবং অফুরন্ত শুভেচ্ছা।

৭| ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

জুলফিকার বলেছেন: এই সময়ে মানুষ তবে কেমনতর ?

মুখোস ছুঁয়ে দিন কেটে যায়।
মানুষ ভেবে সত্যি যাকে জাপটে ধরি
দিই এগিয়ে প্রাণপেয়ালা
সে কি তবে অন্য কিছু !
অন্য কোনো ভুল ইশারায় তবে কি এই মগ্নযাপন ?

মুখোস নিয়ে চলতে ফিরতে কখন যে সব নিজেই মুখোস
কেউ জানি না।

নির্মলেন্দু গুণ-এর কবিতা আপনার সঙ্গে শেয়ার করতে পেরে ভালো লাগলো। কেমন আছেন আপনি ?

১৫ ই মে, ২০০৯ রাত ৩:১৫

জলপাই দেশি বলেছেন: কেমন আছেন জুলফিকার। ভালো থাকুন।

৮| ২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৯

জলপাই দেশি বলেছেন: মুখোস নিয়ে চলতে ফিরতে কখন যে সব নিজেই মুখোস
কেউ জানি না।
খাঁটি কথা। ভিজিট করার জন্য ধন্যবাদ।
আমি ভালো আপনি কেমন?
ভালো থাকুন। শুভেচ্ছা রইলো।

৯| ১৩ ই মে, ২০০৯ রাত ৮:০৮

তাবাসসুম ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ

১০| ১৩ ই মে, ২০০৯ রাত ৮:১০

তাবাসসুম ফেরদৌস বলেছেন:

১৫ ই মে, ২০০৯ রাত ৩:১৪

জলপাই দেশি বলেছেন: ধন্যবাদ তাবাসসুম ফেরদৌস।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩১

আকাশ অম্বর বলেছেন:

আমি হয়তো মানুষ নই
মানুষগুলো অন্যরকম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.