![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয়
সৈয়দ শামসুল হক
আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি,
আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি।
চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।
তেরোশত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে?
আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে।
আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে।
আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে।
আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে।
-- --
-- --
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের।
কখনোই ভয় করিনি কো আমি উদ্যত কোনো খড়গের।
শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস,
অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ।
একই হাসিমুখে বাজিয়েছি বাঁশি, গলায় পরেছি ফাঁস,
আপোস করিনি কখনোই আমি এই হলো ইতিহাস।
এই ইতিহাস ভুলে যাবো আজ, আমি কি তেমন সন্তান?-
যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান।
তাঁরই ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি-
চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি।।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩০
গুতুদিয়া বলেছেন: সৈয়দ হক- অনন্যসাধারন কবি। আমার করোটির মধ্যে বসে আসেন যিনি।