![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত চার বছরে দেশের সব খাতের ব্যবসা-বাণিজ্য থেকে প্রকৃত ব্যবসায়ীদের সরিয়ে সরকারি দলের মন্ত্রী-এমপি ও নেতারা একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ ও অনুমোদন নিয়েছেন। বিশেষ করে বিদ্যুৎ, টেলিকম, ব্যাংক-বীমা, শিপিং, বিশ্ববিদ্যালয়, রেডিও-টিভির লাইসেন্স ব্যবসাসহ এ ধরনের প্রায় প্রতিটি খাতের বড় ব্যবসায়ী এখন নেতারাই। শুধু তারাই নন, বড় বড় ব্যবসায় নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করে নিয়েছেন তাদের আত্দীয়স্বজন কিংবা পরিবারের সদস্যরা। আর সারা দেশের সড়ক ও জনপথ, স্বাস্থ্য প্রশাসন, স্থানীয় সরকার, মৎস্য ও প্রাণিসম্পদ, সিটি করপোরেশন ও পৌরসভাসহ সব প্রশাসন নিয়ন্ত্রণ করছে সরকারি দলের মাঠ পর্যায়ের নেতারা। কোটি কোটি টাকার ঠিকাদারি কাজ তারাই নিচ্ছেন। বিভিন্ন বড় বড় কাজ পাইয়ে দিতে তদবির বাণিজ্যও করছেন তারা। ভর্তিবাণিজ্য, নিয়োগবাণিজ্য ও দখলবাণিজ্যেও রয়েছেন এরাই।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারি দলের নেতারা এসব সুযোগ-সুবিধা আদায়ে আইনকানুনের কোনো তোয়াক্কা করেন না। ক্ষেত্র বিশেষে ব্যবসা-বাণিজ্য বাগিয়ে নিতে জোর জবরদস্তি করার অসংখ্য ঘটনারও জন্ম দিয়েছেন। সরকারি দলের মন্ত্রী-এমপি-নেতাদের ব্যবসায়ী হয়ে যাওয়ার শুরুটা হয়েছিল জোট সরকার আমলে। বর্তমান মহাজোট সরকার আমলে নজিরবিহীনভাবে এর মাত্রা বৃদ্ধি পায়।
- মির্জা মেহেদী তমাল
Click This Link
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
রাসেল ভাই বলেছেন: হুম!