![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত নষ্ট রাজনীতির আগুনে পুড়ে কয়লা হচ্ছে সাধারন মানুষ। মানুষের আর্ত চিৎকারে ঘুম ভাঙ্গে আর এক মানুষের। তবুও যেন সামান্যটুকু হুশ জাগে না মানুষের। সবার মুখেই কেবল এক কথা এ কেমন রাজনীতি। বাংলাদেশে মানুষ মারার রাজনীতি আজকে নতুন নয়। উপমহাদেশীয় শাসনতন্ত্রের আঙ্গিকে উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত পরিবারতান্ত্রিক রাজনীতি যতদিন থাকবে ততদিন সহিংস রাজনীতি আর ক্ষমতার দ্বন্দ থাকবে। আর জনগন ও ততদিন কেবল মাত্র রাজনীতিকেই দোষ দিয়ে এড়িয়ে যাবে।
কিন্তু একটি ব্যাপার লক্ষণীয়-এত সহিংসতার পরেও যেন কারো মুখ খুলছে না, কারো বিবেক নারা দিচ্ছে না। আজকের এই সহিংসতা নতুন নয়, সহিংসতার মাধ্যমে রাজনীতিতে যাদের অবির্ভাব তাদের কাছে সহিংসতা থামানোর আবেদন নিছক অরন্যে রোদন। তারপরেও মানুষ সমাধানের জন্য কেন তাদের দিকে চেয়ে আছে?
©somewhere in net ltd.