নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জলপুরুষ

একজন সাধারন মানুষ।

জলপুরুষ › বিস্তারিত পোস্টঃ

দেশের প্রথম বিকল্প গনমাধ্যম সাতকাহন

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১:১৬

একটি আদর্শ ও শক্তিশালী গনতান্ত্রিক রাষ্ট্র গঠনে এমন একটি মিডিয়া দরকার যেই মিডিয়া যাবতীয় স্বার্থ বৃত্তের বাইরে অবস্থান করে তুলে ধরবেগন মানুষের ভাষা, গন মানুষের প্রতিধ্বনি। না সরকার, না ব্যবসায়ী, না আমলাতন্ত্র, না সেনাবাহিনী, না রাষ্ট্রীয় মদদে পুষ্ট কোন বাহিনীর, না কোন গোয়েন্দা সংস্থার কিংবা বৈশ্বিক ক্ষমতাধর-আন্তর্জাতিক শক্তিশালী বিশ্বব্যাবস্থার, কারও স্বার্থের বন্ধনে আবদ্ধ থাকবে না এই মিডিয়া। সত্য, সুন্দর আর স্বাধিনতার পথে থাকবে তার অবাধ বিচরন।
বর্তমান বিশ্বে যেখানে গনমাধ্যম একটি “ট্রেড সেন্টার” হয়ে উঠেছে, কর্পোর‍্যাট আর বেনিয়াদের মদদে চালিত হয় সেখানে স্বাধীনতা, গনমানুষ আর মুক্ত কথা জিনিসগুলো স্থান পায় না। যেই বেনিয়াদের মদদে চালিত হয় মিডিয়া, যেই ট্রেড কর্পোরেশনের অধিনে পরিচালিত হয় মিডিয়া, যেই কর্পোরেশনের বিজ্ঞাপনের মাধ্যমে চলে মিডিয়া সেই মিডিয়া কখনও এই বেনিয়া এবং কর্পোরেশনের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। সেখানে স্বাধিনতা আর গন মানুষের কথা কেবল একটি যৌক্তিক ট্রেড মাত্র। সাতকাহন তেমন কোন কর্পোর্যাট কিংবা বেনিয়াদের দখলে নেই, কিংবা নেই কোন কর্পোরেশনের মদদে। কিছু মুক্তিকামী সাধারন মানুষের আপ্রান প্রচেষ্টায়, সত্য সুন্দর এবং স্বাধিনতার কথা নিয়ে গন মানুষের পাশেই সাতকাহনের অবস্থান। সাতকাহনের এক একজন পাঠকই সাতকাহনের এক একজন লেখক। কোন কলম ব্যবসায়ী কিংবা বুদ্ধি ব্যবসায়ীদের মতামতে নয়, গন মানুষের মতামত, তাদের অভিমত তাদের রায় সাতকাহনের চলার পথ রচনা করে।
ট্রেড এর উপর ভর করে প্রতিষ্ঠিত মিডিয়া যেখানে কেবল ঘটনার শুরু করে তলিয়ে যায়, সমস্যাকে তুলে ধরে হারিয়ে যায়, সমস্যার সমাধানের জন্য চটকদার বুদ্ধি ব্যবসায়ীদের শরণাপন্ন হয় সেখানে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছি আমরা। সমস্যাকে কেবল তুলে ধরে নয়, বরং সমস্যার প্রত্যক্ষ এবং পরোক্ষ সমাধানে রয়েছে সাতকাহন, চটকদার বুদ্ধি ব্যবসায়ীদের ধারে কাছে নয়, সাতকাহন ছুটে চলে গন মানুষের কাছে যাদের রায়ের উপর নির্ভর করে সবকিছু। এটাই সাতকাহনের বিশেষত্ব। প্রতিটি সাধারন থেকে শুরু করে সকল মুক্তিকামী মানুষ সাতকাহনের এক একজন লেখক একজন পাঠক। একজন পাঠকের চাহিদার দিকে লক্ষ্য রেখে রাজনীতি অর্থনীতি থেকে শুরু করে খবরের সকল কাহান এর সংমিশ্রণে প্রতিনিয়ত নতুনত্ব নিয়ে যাত্রা করছে সাতকাহন ।একটি বিশ্বব্যাপী বিকল্প বাংলা গনমাধ্যম হিসেবে সাতকাহন এগিয়ে রয়েছে
সব কথা ইতিহাসে লেখা নেই, ইতিহাস লেখা হয় বিজয়ী পক্ষের জবানবন্দীর ভিত্তিতে। আর যেকোনো বর্তমান সময় দাড়িয়ে যখন নিজেদের ইতিহাসের দিকে ফিরে চাই তখন সেখানে পাহারায় দাড়িয়ে থাকে বর্তমান শাসনতন্ত্রের বিধিনিষেধ। আর আমরাও জেনে নেই সেই সব ইতিহাস যা বর্তমান শাসকগোষ্ঠীর জন্য সুবিধাজনক। শাসক বদলের সাথে সাথে ইতিহাস বয়ান পাল্টায়, বয়ান পাল্টায় মিডিয়া। শাসকের আর শাসনের কাছে মাথা বন্ধক রাখে দেশ।
ইতিহাসের কোন সত্যকে অস্বিকার করে না সাতকাহন । ইতিহাসের সকল সত্যকে অবিকৃত রেখে প্রকাশ করি আমরা। সকল সত্যকে খুঁজে বের করে শাসকের বদলে জনতার হাতে ছেড়ে দেই ইতিহাসের বিচার।
সাতকাহন কেবল একটি মিডিয়া নয়। সাধারন মানুষের মুখের ভাষা প্রকাশেই নয় কেবল, বরং অসহায়, শোষিত, সুবিধা বঞ্চিত মানুষের পাশে সহযোগিতা আর সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে সাতকাহন একটি সংগঠন হিসেবে দাঁড়িয়েছে।
দেশের প্রথম একটি বিকল্প গনমাধ্যম হিসেবে সাতকাহনের এই অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করছি। সেই সাথে সবাইকে সাতকাহনে লেখার জন্য আমন্ত্রন জানাচ্ছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.